কব্জিতে ট্যাটু থাকলে কাজ করবে না অ্যাপেলের রিস্ট ওয়াচ
হাতে কি ট্যাটু আছে? যদি ট্যাটু থাকে তাহলে অ্যাপেল রিস্ট ওয়াচ ব্যবহার করার স্বপ্নকে ভুলে যান।
ওয়েব ডেস্ক: হাতে কি ট্যাটু আছে? যদি ট্যাটু থাকে তাহলে অ্যাপেল রিস্ট ওয়াচ ব্যবহার করার স্বপ্নকে ভুলে যান।
কব্জিতে ট্যাটু থাকলে কাজ করবে না অ্যাপেলের রিস্ট ওয়াচের হার্ট মোনিটারিং যন্ত্র। দাবি বিশেষজ্ঞদের। কারণ ঘড়ির অক্সিমিটার থেকে বের হওয়া ইনফ্রারেড এবং সুবজ এলইডি আলো অক্সিজেনের মাত্রা হিসেব করে। এক্ষেত্রে হাতে ট্যাটু থাকলে সেই আলো বাধা পাবে। ফলে ব্যাহত হবে গোটা প্রক্রিয়া। ইতিমধ্যে অনেক ক্রেতাই এবিষয়ে ইন্টারনেটে অভিযোগ জানিয়েছেন।
এই তথ্যর সত্যতা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও এই খবর মন ভেঙেছে অ্যাপেল প্রেমীদের। তাই এবার ভেবে চিনতে কাজ করুন। ট্যাটু অথবা অ্যাপেল রিস্ট ওয়াচ বেঁছে নিতে হবে যেকোনো একটিকেই। নয়ত রিস্টের বদলে ট্যাটু করান অন্য কোথাও।