বুধবার মোবাইল নিয়ে একটু সংযত থাকুন

বুধবার খুব আনন্দ করুন। ঠাকুর দেখুন। বাজি পোড়ান। পেট ভরে খাওয়া দাওয়া করুন।

Updated By: Nov 9, 2015, 03:38 PM IST
বুধবার মোবাইল নিয়ে একটু সংযত থাকুন

ওয়েব ডেস্ক: বুধবার খুব আনন্দ করুন। ঠাকুর দেখুন। বাজি পোড়ান। পেট ভরে খাওয়া দাওয়া করুন।

কিন্তু এ বছরের শেষ ব্ল্যাক আউট ডে যে, বুধবার। মনে আছে তো? ভুলে গেলই মোবাইল ফোনের এক্সট্রা কিছু টাকা দুম করে ভ্যানিশ হয়ে যাবে! তাই দেওয়ালির আনন্দে মাতুন। কিন্তু মোবাইল থেকে পরিচিতদের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে একটু সংযম দেখান। বা হলেই টাকা কাটা যাবে আপনার ‘বেস ট্যারিফ’ থেকে।

অবশ্য ভোডাফোন, এয়ারটেল কিংবা আইডিয়ার সিম যাঁরা ব্যবহার করেন, তাঁদের জন্য অবশ্য এ বছর আরও একটা দিন মোবাইল এসএমএস-এর ক্ষেত্রে ব্ল্যাক আউট ডে থাকবে। সেটা অবশ্য বছরের একেবারে শেষ দিন মানে ৩১ ডিসেম্বর।

তাই দেওয়ালিতে খুব আনন্দ করুন। ঠাকুর দেখতে বেরোন। বাজিও পোড়ান। কিন্তু এসএমএসের ক্ষেত্রে আঙুলটা একটু সংযত করেবন। টাকা বাঁচবে আপনারই।

.