বিমানের সঙ্গে টক্কর দিচ্ছে দুই বাজ পাখি

সাঁ সাঁ উড়ছে বিমান। সাগর পারে বিমানের মেলা। এমিরেটসের ভিডিও হইচই ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। দেখুন বিমানের সঙ্গে টক্কর দিচ্ছে দুই বাজ পাখি। আরব সাগরের পারে বিমান কেনা বেচার হাট। দুবাই এয়ার শো হাটই বটে। বিশ্বের প্রথম সারির সমস্ত উড়ান সংস্থার পেশি প্রদর্শনের খেলা।

Updated By: Nov 10, 2015, 07:05 PM IST
 বিমানের সঙ্গে টক্কর দিচ্ছে দুই বাজ পাখি

ওয়েব ডেস্ক: সাঁ সাঁ উড়ছে বিমান। সাগর পারে বিমানের মেলা। এমিরেটসের ভিডিও হইচই ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। দেখুন বিমানের সঙ্গে টক্কর দিচ্ছে দুই বাজ পাখি। আরব সাগরের পারে বিমান কেনা বেচার হাট। দুবাই এয়ার শো হাটই বটে। বিশ্বের প্রথম সারির সমস্ত উড়ান সংস্থার পেশি প্রদর্শনের খেলা।

 

এবছর মেলার শুরুতে কেনাবেচা না জমায় মুখ ভার ব্যবসায়ীদের। তবে তাক লাগিয়ে দিয়েছে এমিরেটস। জুমেইয়া বিচের আকাশে চার হাজার ফুট উচ্চতায় উড়ছে A380 বিমান। কিন্তু এ কী? বিমানের গা ঘেষে উড়ছে দুজন মানুষ... হ্যাঁ, চক্ষু ছানাবড়া হওয়ারই জোগাড়।

দুই পাইলটের পিঠে জেট ব্যাগ। এমিরেটসএর দুই বাজপাখির নাম রোজি ও রেফেট। A380 সঙ্গে মাঝ আকাশে পাল্লা দেওয়া কিন্তু কম ঝুঁকির ছিল না। মাটি ছোঁয়ার পর রোজি অবশ্য বলছেন, মাঝ আকাশে মনে হচ্ছিল বাজ পাখির পাশে দুটো মশা উড়ছিল।

 

.