পিএফ অ্যাকাউন্টে জমা পড়েছে কত টাকা, জানা যাবে মিসড কল করেই
ওয়েব ডেস্ক: চাকরি করছেন বহুদিন। কোম্পানি পিএফ-ও কাটছে নিয়মিত। কিন্তু তা জমা পড়ছে কিনা তা বহুদিন খোঁজই নেননি। বা কীভাবে খোঁজ নেবেন তা জানেন না।
পিএফ কত টাকা জমা পড়ল, শেষবার কত জমা পড়েছে তা জানা যাবে খুব সহজেই। এর জন্য একটি মিসড কল দিতে হবে ০১১২২৯০১৪০৬ নম্বরে। ওই মিসড কল যাওয়ার পরই আপনার মোবাইলে একটি এসএমএস আসবে। ওই এসএমএসে আপনার নাম, আপনার প্যান নম্বর, আধার নম্বরের উল্লেখ থাকবে। তবে শর্ত হল ওই মোবাইল নম্বরটি আপনার পিএফ অ্যাকাউন্টের সঙ্গে দেওয়া থাকতে হবে।
ওই ব্যালান্স জানার জন্য আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে। সেই অ্যাকাউন্ট চালু থাকতে হবে। আপানারপ মোবাইল নম্বর রেডিস্টার থাকতে হবে ওই পোর্টালে। ওই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে লিঙ্ক থাকতে হবে প্যান, আধার ও মোবাইল নম্বর। তাহলে খুব সহজেই জানতে পারবেন আপনার পিএফ ব্যালান্স।