মহাকাশে প্রধানমন্ত্রীর ছবি, গীতা ও ১৯টি উপগ্রহ পাঠাল ISRO

স্পেস কিডজ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সফল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।  

Updated By: Feb 28, 2021, 12:44 PM IST
মহাকাশে প্রধানমন্ত্রীর ছবি, গীতা ও ১৯টি উপগ্রহ পাঠাল ISRO

নিজস্ব প্রতিবেদন: ইতিহাসে প্রথম। প্রধানমন্ত্রীর নাম ও গীতার ডিজিটাল কার্ডের ভার্সন গেল মহাকাশে। এর পাশাপাশি রবিবার সকালে মহাকাশে ব্রাজিলের আমাজোনিয়া-১ সহ ১৯টি উপগ্রহ পাঠাল ইসরোর পিএসএলভি-সি৫১ রকেট। শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এই রকেট উৎক্ষেপণ করা  হয়।

প্রসঙ্গত, ব্রাজিলের তৈরি কোনও উপগ্রহ এই প্রথম  মহাকাশে পাঠানো হল। যা নিয়ে গেল ভারতের মহাকাশযান। PSLV-C51 এর এটি ৫১ তম যাত্রা। সকাল ১০.২৪ মিনিটে উৎক্ষেপণ করা হয়। জানা গিয়েছে ১৮ টি উপগ্রহ নিয়ে রওনা দিয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি মহাকাশ যানের টপ প্যানেলে বসানো হয়েছে। স্পেস কিডজ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সফল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।  

 

.