ভারতে স্বল্পমূল্যের Wi-Fi পরিষেবা নিয়ে আসছে ফেসবুক

ভারতে নিজেদের বিনামূল্যে ইন্টারনেট উদ্যোগ ইন্টারনেট ডট অর্গের প্রসারে বদ্ধপরিকর সোশ্যাল নেটোয়ার্কিং জায়ান্ট ফেসবুক। এই মুহূর্তে তারা এদেশে নয়া উদ্ভাবনী কানেক্টিভিটি প্রদান করতে উদ্যোগ নিচ্ছে। 

Updated By: Sep 18, 2015, 08:23 PM IST
ভারতে স্বল্পমূল্যের Wi-Fi পরিষেবা নিয়ে আসছে ফেসবুক

ওয়েব ডেস্ক: ভারতে নিজেদের বিনামূল্যে ইন্টারনেট উদ্যোগ ইন্টারনেট ডট অর্গের প্রসারে বদ্ধপরিকর সোশ্যাল নেটোয়ার্কিং জায়ান্ট ফেসবুক। এই মুহূর্তে তারা এদেশে নয়া উদ্ভাবনী কানেক্টিভিটি প্রদান করতে উদ্যোগ নিচ্ছে। 

ফেসবুকের মোবাইল এবং গ্লোবাল অ্যাকসেস পলিসির ভাইস প্রেসিডেন্ট কেভিন মার্টিন জানিয়েছেন ভারতের জন্য স্বল্পমূল্যের স্পেশাল ওয়াইফাই সার্ভিস চালু করতে চান তারা।

তাঁর দাবি এর ফলে বর্তমানের তুলনায় অনেক কম খরচেই ইন্টারনেটের সুবিধা ভোগ করতে পারবেন এদেশের আম জনতা। 

মার্টিন জানিয়েছেন ফেসবুকের ইন্টারনেট পরিষেবায় কোনওরকম বিজ্ঞাপন বা ভিডিও থাকবে না। যার ফলে সুবিধাভোগ করবেন ইউসাররা। 

ইন্টারনেট পরিষেবার খরচ কমাতে ফেসবুকের কানেক্টিভিটি ল্যাব এই মুহূর্তে ড্রোনস ও নামবিহীন আকাশযান নিয়ে কাজ করছে। জানিয়েছেন মার্টিন। 

কেভিন মার্টিন জানিয়েছেন তাঁদের সংস্থা নেট নিউট্রালিটির পক্ষে।  

.