ফেসবুকে টেলিপ্যাথি?

কিছু ভাবছেন মনে মনে। চাইছেন সেই ভাবনাটাকে শেয়ার করতে আপনার প্রয়জনের সঙ্গে। কিন্তু, কোনও ভাবেই তা করতে পারছেন না আপনি। এবার নেটিজেনদের সেই ভাবনাকে টেলিপ্যাথির মাধ্যমে ছড়িয়ে দিতে চলেছে ফেসবুক। তবে তা কত তাড়াতাড়ি করা সম্ভব তা এখনও জানাতে পারেননি ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ।

Updated By: Jun 19, 2016, 11:13 AM IST
ফেসবুকে টেলিপ্যাথি?

ওয়েব ডেস্ক : কিছু ভাবছেন মনে মনে। চাইছেন সেই ভাবনাটাকে শেয়ার করতে আপনার প্রয়জনের সঙ্গে। কিন্তু, কোনও ভাবেই তা করতে পারছেন না আপনি। এবার নেটিজেনদের সেই ভাবনাকে টেলিপ্যাথির মাধ্যমে ছড়িয়ে দিতে চলেছে ফেসবুক। তবে তা কত তাড়াতাড়ি করা সম্ভব তা এখনও জানাতে পারেননি ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ।

সম্প্রতি একটি প্রশ্নত্তোর পর্বে ফেসবুকর আগামী উদ্যোগ নিয়ে ব্যবহারকারীদের জানিয়েছেন জুকেরবার্গ। সেখানেই এই টেলিপ্যাথি ব্যবস্থার কথা জানান তিনি। এই ব্যবস্থার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলেও তার দাবি। তিনি জানান, কোনও ব্যক্তি বিশেষ কোনও বিষয় নিয়ে চিন্তা করছেন। চাইছেন নিজের সেই ভাবনাকে সম-মনোভাবাপন্ন মানুষদের সঙ্গে শেয়ার করতে। সেই পরিস্থিতিতে টেলিপ্যাথির মাধ্যমে তাঁর সেই ভাবনা ফেসবু পৌঁছে দেবে সেই সব মানুষদের কাছে।

.