Amazon-কে টেক্কা, Flipkart-এও শুরু হল স্মার্টফোনের সেল

Knock-out-offers নামে এই ফোনের সেলে ছাড় পাওয়া যাচ্ছে Mi, Honor, OPPO এবং Vivo -এর স্মার্টফোনে।

Updated By: Jun 10, 2019, 05:02 PM IST
Amazon-কে টেক্কা, Flipkart-এও শুরু হল স্মার্টফোনের সেল

নিজস্ব প্রতিবেদন: ভারতের ই-কমার্সের বাজারে Amazon আর Flipkart প্রধান দুই প্রতিদ্বন্দী। সোমবারই আমাজনে শুরু হয়েছে Fab Phone Fest। এ বার আমাজন-এর পাশাপাশি এবার ফ্লিপকার্ট-এও শুরু হল স্মার্টফোনের সেল। Knock-out-offers নামে এই ফোনের সেলে ছাড় পাওয়া যাচ্ছে Mi, Honor, OPPO এবং Vivo -এর স্মার্টফোনে। ১০ জুন থেকে ফ্লিপকার্টে শুরু হচ্ছে Knock-out-offers সেল। ১৪ জুন পর্যন্ত মিলবে স্মার্টফোনের দামে ডিসকাউন্ট। তা ছাড়া পাওয়া যাচ্ছে No Cost EMI, BuyBack Guarantee এবং আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার।
Honor 9i-এ পাওয়া যাচ্ছে ৯,০০০ টাকার ডিসকাউন্ট। Xiaomi Mi A2-এর দামে পাওয়া যাচ্ছে ১,০০০ টাকার ছাড়। 

  আরও পড়ুন: সোমবার থেকে শুরু হল সেল, একাধিক স্মার্টফোনে মিলবে ছাড়

Honor ও Xiaomi-ই না,  Oppo ও Vivo-র স্মার্টফোনেও মিলছে ডিসকাউন্ট। 
এ ছাড়া ৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে মোবাইল প্রোটেকশান স্কিম 
প্রসঙ্গত, Mi.com-এ চলছে Mi Super Sale। স্মার্টফোন বিশেষজ্ঞদের মতে, এই কারণেই Mi-এর স্মার্টফোনের দামে ছাড় পাওয়া যাচ্ছে আমাজন এবং ফ্লিপকার্টে।