স্মার্টফোনের জগতে পা রাখল কোডাক, আসছে নয়া অ্যানড্রয়েড ফোন IM5

প্রখ্যাত ক্যামেরা প্রস্তুত কোম্পানি কোডাক এবার ঢুকে পড়ল স্মার্টফোনের জগতে। লাস ভেগাসের কনসুম্যার ইলেকট্রনিক শোতে আত্মপ্রকাশ করল কোডাকের প্রথম অ্যানড্রয়েড ফোন IM5।

Updated By: Jan 10, 2015, 06:36 PM IST
স্মার্টফোনের জগতে পা রাখল কোডাক, আসছে নয়া অ্যানড্রয়েড ফোন IM5

ওয়েব ডেস্ক: প্রখ্যাত ক্যামেরা প্রস্তুত কোম্পানি কোডাক এবার ঢুকে পড়ল স্মার্টফোনের জগতে। লাস ভেগাসের কনসুম্যার ইলেকট্রনিক শোতে আত্মপ্রকাশ করল কোডাকের প্রথম অ্যানড্রয়েড ফোন IM5।

ব্রিটিশ ফার্ম Bullitt-এর সঙ্গে একযোগে নিজেদের প্রথম স্মার্টফোন তৈরি করেছে কোডাক।

এই স্মার্টফোনের ৫ইঞ্চি স্ক্রিনে 720x1280p  ডিসপ্লে রেজোলিউশন রয়েছে। বর্তমানে ৪.৪ অ্যানড্রয়েড কিটক্যাট ভার্সানে এটি চললেও শীঘ্রই এতে আসছে অ্যানড্রয়েড ৫.০ ললিপপ আপগ্রেড।

এতে থাকছে: 1.7GHz octa-core processor,  1GB of RAM,  internal memory of 8GB, expandeble 32 GB memory via microSD card, 13MP back camera with an LED flash , 5MP front-facing camera।

তবে এই ফোন কবে বাজারে আসছে বা এর দাম কত সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

 

.