স্মার্টফোনকে আরও স্মার্ট করতে গুগলের নয়া অ্যাপ 'ডিভাইস অ্যাসিস্ট'
স্মার্টফোনের সমস্যা মেটাতে নয়া অ্যাপ নিয়ে এল গুগল। 'ডিভাইস অ্যাসিস্ট' নামের এই অ্যাপ স্মার্টফোনের সমস্যাগুলি চিহ্নিত করে ব্যবহারকারীকে ঠিকঠাকভাবে ফোন ব্যবহার করতে সাহায্য করবে।
ওয়েব ডেস্ক: স্মার্টফোনের সমস্যা মেটাতে নয়া অ্যাপ নিয়ে এল গুগল। 'ডিভাইস অ্যাসিস্ট' নামের এই অ্যাপ স্মার্টফোনের সমস্যাগুলি চিহ্নিত করে ব্যবহারকারীকে ঠিকঠাকভাবে ফোন ব্যবহার করতে সাহায্য করবে।
প্রথমবার স্মার্টফোন ব্যবহার করছেন এমন কোনও ব্যক্তিকে এই অ্যাপ দেখিয়ে দেবে কীভাবে ব্যাটারি, কানেকটিভিটি ও জিপিএস সংক্রান্ত সমস্যাগুলি মিটিয়ে ফেলা যায়।
গুগলের ফ্ল্যাগশিপ ফোন নেক্সাস ও গুগল প্লে থাকবে এমন ফোনগুলিতে গুগল সাপোর্ট নামের একটি অপশনও থাকছে।
যারা অতটাও টেক স্যাভি নন তাদের জন্য এই অ্যাপ এক কথায় অনবদ্য বলে দাবি করেছে গুগল কর্তৃপক্ষ।