ধুঁকছে HTC, অধিগ্রহণ করতে পারে গুগল

Updated By: Sep 8, 2017, 02:23 PM IST
ধুঁকছে HTC, অধিগ্রহণ করতে পারে গুগল

ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরে ব্যবসায় মন্দা। লোকসানে চলছে তাইওয়ান সংস্থাটি। এই পরিস্থিতিতে ধুঁকতে থাকা HTC-কে গুগল অধিগ্রহণ করতে পারে বলে সূত্রের খবর। এর আগে ২০১২-তে মোটোরোলাকে অধিগ্রহণ করেছিল গুগল। পরে ২০১৪-তে তা আবার লেনেভোকে বিক্রি করে দেয় গুগল।

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, দুটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি। তাহলেই HTC-র অধিগ্রহণের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে গুগল। জায়ান্ট সার্চ ইঞ্জিন সংস্থাটি দুভাবে তাইওয়ান সংস্থাটির পাশে দাঁড়াতে পারে। HTC-র সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের গাঁটছড়া বাঁধতে পারে, অথবা পুরো স্মার্টফোন ইউনিটটাই কিনে নিতে পারে গুগল।

গত এক দশক ধরেই ধুঁকছে লোকসানে চলা HTC। সংস্থার হাল ফেরাতে তাই নয়া উদ্যোগ নিতে চাইছে কর্তৃপক্ষ। এর আগে গুগল পিক্সেল ও পিক্সেল XL দুটি ডিভাইসই বানিয়েছে HTC। এই মুহূর্তে গুগলের 'পিক্সেল ২' সিরিজের স্মার্টফোন বানানোর দায়িত্বে আছে HTC। তবে গুগল ও HTC উভয় সংস্থারই তরফে অধিগ্রহণের ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন, বিশ্বে ১৩ কোটি গ্রাহকসংখ্যা ছাড়াল জিও

.