আগের চেয়েও সস্তায় নতুন লুকে Pleasure Plus নিয়ে এল Hero!

এক নজরে দেখে নেওয়া যাক এই স্কুটারের স্পেসিফিকেশন আর দাম...

Updated By: May 14, 2019, 12:32 PM IST
আগের চেয়েও সস্তায় নতুন লুকে Pleasure Plus নিয়ে এল Hero!
...

নিজস্ব প্রতিবেদন: গত সপ্তাহেই Maestro Edge 125 লঞ্চ করেছে Hero MotoCorp যার দাম ৬০ হাজার টাকারও কম। এ বার আরও সস্তায় নতুন স্কুটার লঞ্চ করল সংস্থা। ৫০ হাজার টাকারও কমে Pleasure Plus 110 লঞ্চ করেছে Hero MotoCorp। সোমবার থেকেই Pleasure Plus 110-এর বুকিং শুরু হয়েছে। মে মাসের শেষে এর ডেলিভারি দেওয়া শুরু করবে Hero MotoCorp। এক নজরে দেখে নেওয়া যাক Hero Pleasure Plus 110 স্কুটারের স্পেসিফিকেশন আর দাম...

Hero Pleasure Plus 110 স্কুটারের স্পেসিফিকেশন আর দাম:

১) নতুন Pleasure Plus 110-এ যুক্ত করা হয়েছে ডিজিটাল ডিসপ্লে।

২) স্কুটারের আকর্ষণ বাড়াতে Pleasure Plus 110-এ রয়েছে USB চার্জিং পয়েন্ট।

৩) এই স্কুটারে রয়েছে একটি ১১০ সিসির (cc) ইঞ্চিন। এর আগে Hero Pleasure স্কুটারে ছিল ১০২ সিসির (cc) ইঞ্চিন। নতুন ১১০ সিসির (cc) ইঞ্চিন থেকে সর্বোচ্চ ৮ bhp শক্তি আর ৮.৭ এনএম (Nm) টর্ক পাওয়া যাবে।

আরও পড়ুন: ৬০ হাজারের কমে স্কুটি আনছে হিরো, মাইলেজ ৬৫ কিমি প্রতি লিটার

৪) এই স্কুটারের পিছনের চাকায় রয়েছে ১৩০ মিমি ড্রাম ব্রেক এবং ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। এই স্কুটারে স্প্রিং শকার ব্যবহার করা হয়েছে।

৫) নতুন টেল লাইট আর আগের চেয়েও উজ্জ্বল রঙে Pleasure Plus 110 এখন অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

৬) দিল্লিতে Hero Pleasure Plus 110-এর দাম শুরু হচ্ছে ৪৭,৩০০ টাকা (এক্স শো-রুম) থেকে।

.