২০১৭-তে মোবাইলে কত মানুষ ইন্টারনেট ব্যবহার করবেন জানেন?

আপনি কী মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন? নিশ্চয়ই করেন হয়তো। আপনার মতো আপনার আশপাশের অনেক মানুষই এখন মোবাইল ইন্টারনেটটাই ব্যবহার করেন। আর মিডিয়া এজেন্সি জেনিথের রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালে গোটা বিশ্বের মোট ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৭০ শতাংশই মোবাইল ইন্টারনেট ব্যবহার করবেন।

Updated By: Nov 1, 2016, 11:28 AM IST
২০১৭-তে মোবাইলে কত মানুষ ইন্টারনেট ব্যবহার করবেন জানেন?

ওয়েব ডেস্ক: আপনি কী মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন? নিশ্চয়ই করেন হয়তো। আপনার মতো আপনার আশপাশের অনেক মানুষই এখন মোবাইল ইন্টারনেটটাই ব্যবহার করেন। আর মিডিয়া এজেন্সি জেনিথের রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালে গোটা বিশ্বের মোট ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৭০ শতাংশই মোবাইল ইন্টারনেট ব্যবহার করবেন।

আরও পড়ুন এই ১০ বোন যদি ওই ১০ জনকে ভাইফোঁটা দিতেন তাহলে পৃথিবীতে মুষলধারায় শান্তি আসতো!

তাহলেই বুঝুন কী দ্রুত হারে মোবাইল ইন্টারনেটে সড়গড় হয়ে উঠছে আজকের দুনিয়াটা। জেনিথ আগে জানিয়েছিল ২০১৬ সালেই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াবে ৭১ শতাংশ। অতটা না হলেও পরিমানটা এখনই ৬০ শতাংশের বেশি। এবং জেনিথের পূর্বাভাষ আগামী বছর বিশ্বের ১০০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৭০ শতাংশই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবেন। শুধু ভারতই নয়, গোটা বিশ্বই তালমিলিয়ে ডিজিটাল হয়ে উঠছে যে।

আরও পড়ুন  ভারতের বিরুদ্ধে জিততে গেলে এত বামপন্থীদের নিয়ে চলবে না, বললেন ভন

.