সস্তায় ফোন্ডেবল স্মার্টফোন আনতে তত্পর Huawei!

আগামী সপ্তাহে Mobile World Congress -এ আত্মপ্রকাশ করতে পারে Huawei-এর Foldable স্মার্টফোন Huawei Mate X

Updated By: Feb 23, 2019, 04:44 PM IST
সস্তায় ফোন্ডেবল স্মার্টফোন আনতে তত্পর Huawei!
--প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিনিধি: বুধবারই প্রথম লুক লঞ্চ হয়েছে Samsung Galaxy Fold -এর। আর তার মধ্যেই Samsung-কে কড়া প্রতিযোগিতা দিতে তৈরি অন্যান্য স্মার্টফোন কোম্পানিরা। আরই তারই আভাস পাওয়া গেল শুক্রবার। সামনের সপ্তাহে Mobile World Congress -এ আত্মপ্রকাশ করতে পারে Huawei-এর Foldable স্মার্টফোন Huawei Mate X।

শুক্রবার টুইটারে Huawei Mate X-এর বিলবোর্ড লাগানোর একটি ছবি ভাইরাল হয়। আর তা থেকেই প্রকাশ হয়ে যায়, আসন্ন Mobile World Congress-এ Huawei-এর তুরুপের তাস।

আরও পড়ুন: ১০,০০০ টাকারও কমে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে এই স্মার্টফোন!

তবে বিলবোর্ডটি সামনে আসার আগেও Mobile World Congress-এ Huawei-এর প্রথম Foldable স্মার্টফোনের আত্মপ্রকাশের জল্পনা চলছিল। গত জানুয়ারিতেই বিনিয়োগকারীদের সঙ্গে একটি বৈঠকে Huawei-এর সিইও রিচার্ড ইউ বলেন, “আমাদের সঙ্গে বার্সেলোনায় দেখা হবে। সেখানে আমরা বিশ্বের প্রথম foldable screen-যুক্ত 5G স্মার্টফোন লঞ্চ করব।

Samsung-এর তুলনায় দামও সাধারণের নাগালের একটু কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে। তবে চলতি বছরে ফোন্ডেবল ডিসপ্লে যুক্ত যে স্মার্টফোনের বাজারে ট্রেন্ড হতে চলেছে সে কথা নিঃসন্দেহে বলা যায়।

.