সব টেলিকম সংস্থাকে পিছনে ফেলে গ্রাহকসংখ্যা আর মুনাফায় দেশের এক নম্বরে Jio
সোমবারই প্রকাশিত হয়েছে India Ratings-এর একটি রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, দেশের এক নম্বর সংস্থা Jio...
নিজস্ব প্রতিবেদন: সোমবারই প্রকাশিত হয়েছে India Ratings-এর একটি রিপোর্ট। আর সেই রিপোর্ট অনুযায়ী, Idea-Vodafone-কে পিছনে ফেলে ভারতের সব টেলিকম সংস্থাগুলির মধ্যে এক নম্বর স্থান দখল করল Reliance Jio। সেই রিপোর্টে জানানো হয়েছে মোট গ্রাহক ও লাভের নিরিখে বর্তমানে দেশের এক নম্বর সংস্থা Jio।
বাজারে Jio আসার পর থেকেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে অনান্য টেলিকম সংস্থাগুলি। বিগত দুই বছরে হুহু করে গ্রাহক হারিয়েছে Vodafone, Idea, যার ফলস্বরূপ তরতড়িয়ে বেড়েছে Jio-এর গ্রাহক সংখ্যা। ১৯-২০ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের টেলিকম বাজারের ৩৪.৯ শতাংশ দখল করে ছিল মুকেশ আম্বানির কোম্পানি। রিপোর্টে আরও জানানো হয়েছে ভারতের টেলিকম বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে শুরু করেছে।
আরও পড়ুন: মার্কিন নির্ভরশীলতার দিন ফুরল; এবার অ্যানড্রয়েড স্মার্টফোনেও জুড়ে গেল ISRO-র প্রযুক্তি!
টেলিকম দুনিয়ায় গ্রাহক প্রতি গড় আয় বাড়ার ইঙ্গিত মিলেছে টেলিকম সংস্থার প্রকাশ করা রিপোর্টে। সম্প্রতি পরিষেবার জন্য ২৫ থেকে ৩৫ শতাংশ দাম বাড়িয়েছিল প্রায় সব টেলিকম সংস্থাই। ফলে আগামী ত্রৈমাসিক থেকে গ্রাহক প্রতি গড় আয় আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও দেশে ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা দ্রুতগতিতে বেড়ে চলেছে।