জানা গেল Jawa Perak-এর বুকিং-এর তারিখ! জেনে নিন আপনিও

ভারতের বাজারে ফিরতেই Royal Enfield-কে কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে Jawa।

Updated By: Jan 28, 2019, 03:01 PM IST
জানা গেল Jawa Perak-এর বুকিং-এর তারিখ! জেনে নিন আপনিও

নিজস্ব প্রতিবেদন: প্রায় দু’দশকেরও পর ভারতের মোটরসাইকেলের বাজারে ফিরেছে Jawa মোটরসাইকেলস। মূলত মহিন্দ্রা গোষ্ঠীর উদ্যোগেই ভারতে ‘কাম ব্যাক’ হল Jawa-র। উত্পাদন বন্ধ হয়ে যাওয়া কিংবদন্তী ব্র্যান্ডগুলিকে ফিরিয়ে আনতে ‘ক্লাসিক লিজেন্ডস’ নামে একটি শাখা সংস্থা খুলেছে মহিন্দ্রা। ‘ক্লাসিক লিজেন্ডস’-এরই সফল প্রচেষ্টার উদাহরণ নতুন এই Jawa মোটরসাইকেলস।

আরও পড়ুন: এ বার সেট টপ বক্সেও ‘পোর্টিং’-এর সুবিধা আনতে চলেছে TRAI!

ভারতের বাজারে ফিরতেই Royal Enfield-কে কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে Jawa। Jawa-র ‘কাম ব্যাক’-এ এক ধাক্কায় Royal Enfield Classic ৩৫০-এর বিক্রি ২১ শতাংশ কমে গিয়েছে। তাই Jawa-র ‘কাম ব্যাক’ যে ভারতের দু’ চাকার বাজারে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে, তাতে কোনও সন্দেহ নেই! এই পরিস্থিতিতে Jawa Perak-এর বুকিং-এর তারিখ ঘোষণার ফলে Jawa নিয়ে ভক্তকূলের উদ্দীপনা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ‘ক্লাসিক লিজেন্ডস’-এর প্রতিষ্ঠাতা অনুপম থারজা জানান, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকেই বুকিং শুরু হবে Jawa Perak-এর। এ বার এক নজরে দেখে নেওয়া যাক Jawa Perak-এর ফিচার্স...

Jawa Perak-এর ফিচার্স:

Jawa Perak-এ রয়েছে টুইন এক্সজস্ট। এই মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কে মোট ১৪ লিটার তেল ধরে।

Jawa Perak-এ রয়েছে ২৯৩ সিসি লিকুইড কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে মেলে ৩০ হর্স পাওয়ার ও ২৮ নিউটর মিটার (Nm) টর্ক। রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স।

Jawa Perak-এর সামনের চাকায় রয়েছে ২৮০ মিলিমিটার ডিস ব্রেক, পিছনে ১৫৩ মিলিমিটার ড্রাম ব্রেক। এর সঙ্গেই রয়েছে সিঙ্গল চ্যানেল এবিএস। রয়েছে মোনোশক রিয়ার সাসপেনশন।

Jawa Perak-এর ওজন ১৭০ কিলোগ্রাম। উচ্চতা ৭৬৫ মিলিমিটার, হুইলবেস ১,৩৬৯ মিলিমিটার।

Jawa Perak-এর দাম ১ লক্ষ ৮৯ হাজার টাকা (এক্স শো রুম, দিল্লি)।

.