Internet Speed: মোবাইল ইন্টারনেটের গতির দৌড়ে নেই ভারত-চিন-আমেরিকা, শীর্ষ ৫ স্থানে রয়েছে এইসব দেশ...
Internet Speed: ইন্টারনেটের স্পিডের তালিকায় ওপরের দিকে নেই জাপানের মত দেশও। বরং তালিকার প্রথম ১০ দেশের তালিকার ৫টি স্থানই দখল করে রয়েছে মধ্যপ্রাচ্যের ৫ দেশ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফাইভ জি ইন্টারনেট চলে এসেছে ভারতে। ফোর জি ব্যবহার করে যারা অভ্যস্থ তাদের চমকে দিচ্ছে মোবাইল ইন্টারনেটের ৫ জি স্পিড। এখন দৈন্দনিন জীবনের বহু কাজ ইন্টানেট নির্ভর। কিন্তু জানেন কি দুনিয়ার কোন দেশের ইন্টারনেট স্পিড সবচেয়ে বেশি? ইন্টারনেটের টপ স্পিডের দৌড়ে নেই ভারত, আমেরিকা বা চিন। বরং তালিকার শীর্ষে এসিয়ার কয়েকটি দেশ।
আরও পড়ুন-‘বাংলার বাড়ি’ প্রকল্প! মঙ্গলেই প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু...
ইন্টারনেটের স্পিডের তালিকায় ওপরের দিকে নেই জাপানের মত দেশও। বরং তালিকার প্রথম ১০ দেশের তালিকার ৫টি স্থানই দখল করে রয়েছে মধ্যপ্রাচ্যের ৫ দেশ। ইন্টারনেটের তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এই দেশে ইন্টারনেটের গতি ৪৪১.৮৯ এমবিপিএস। দ্বিতীয় স্থানে রয়েছে কাতার, গতি ৩৫৮.২৭ এমবিপিএস। কুয়েতের স্থান তিন নম্বরে। সেখানে ইন্টারনেটের গতি ২৬৩.৫৯ এমবিপিএস।
ইউরোপের দেশ বুলগেরিয়া রয়েছে ইন্টারনট স্পিডের দৌড়ে ৪ নম্বরে। গতি ১৭২.৪৯ এমবিপিএস।
ডেনমার্কে ইন্টারনেটের গতি ১৬২.২২ এমবিপিএস।
দক্ষিণ কোরিয়ায় ইন্টারনেটের গতি ১৪৮.৩৪ এবিপিএস।
নেদারল্যান্ডস ১৪৬.৫৬ এমবিপিএস।
নরওয়ে ১৪৫.৭৪ এমবিপিএস।
চিন ১৩৯.৫৮ এমবিপিএস।
লুক্সেমবুর্গ-১৩৪.১৪ এমবিপিএস।
সিঙ্গাপুর-১২৭.৭৫ এমবিপিএস।
আমেরিকা-১২৪.৬১ এমবিপিএস।
বাহারাইন-১১৮.৩৬ এমবিপিএস।
ফিনল্যান্ড-১১৪.৪৫ এমবিপিএস।
জাপান ৫১.৯৫ এমবিপিএস।
পকিস্তান-২০.৮৯ এমবিপিএস।
বাংলাদেশ-২৮.২৬ এমবিপিএস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)