পিপিএফ নাকি ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট, লাভ বেশি কোথায়?
ওয়েব ডেস্ক: ভবিষ্যতের জন্য টাকা জামানোর ক্ষেত্রে কোনটা বেশি গ্রহণযোগ্য হতে পারে? ব্যাঙ্কের সেভিংস অ্যকাউন্ট না কি পিপিএফ?
বিভিন্ন কারণে সেভিংসে টাকা জমানোর থেকে পিপিএফ-এ টাকা রাখলে বেশকিছু সুবিধে পাওয়া যেতে পারে। জেনে নিন কয়েকটি যুক্তি।
পিপিএফ-এ সুদের হার সেভিংস অ্যাকাউন্টের থেকে একটু বেশি। পিপিএফ-এ সুদ পাওয়া যায় ৭.৮০ শতাংশ। অন্যদিকে সেভিংসে সুদের হার ৬-৬.৫ শতাংশ। ফলে পিপিএফ-এ আপনি স্বভাবিকভাবেই ১.৬ শতাংশ বেশি সুদ পাচ্ছেন। মোটা টাকা পিএফ-এ জমানোর ক্ষেত্রে ভালো লাভ পেতে পারেন।
পিপিএফ-এ সুদ থেকে আয় আয়করের আওতার বাইরে। অন্যদিকে, সেভিংসের সুদ মূলধনের সঙ্গে যোগ হয়ে তা ট্যাক্সের আওতায় পড়ে যায়। ফলে এক্ষেত্রেও পিপিএফ এগিয়ে।
দেড় লাখ পর্যন্ত পিপিএফ-এ বিনিয়োগ করলে ৮০সি ধারা মোতাবেক তা ট্যাক্স মুক্ত। অধিকাংশ ব্যাঙ্কে এই সুযোগ নেই।
টানা পনেরো বছর ধরে টাকা জমালে তা ভবিষ্যতে আপনার কাজে আসে। টানা সাত বছর টাকা তুলে নেওয়ার সুযোগ না থাকায় পিপিএফ-এ একপ্রকার জোর করেই টাকা জমা পড়ে যায়। ব্যাঙ্কের ক্ষেত্রে এই সুযোগ নেই। আপনি চাইলেই তা তুলে নিতে পারেন।
অবসরের পরে কিছু টাকা হাতে পেতে চাইলে পিপিএফ খুব একটা খারাপ বিকল্প নয়। সমস্যা একটাই। সেটি হল একটি বেশি সময় অপেক্ষা করতে হয়।