Twitter-এর পথেই এবার Meta, এবার Instagram-এ ব্লু টিক পেতে খালি হবে পকেট

'মেটা ভেরিফাইড' সাবস্ক্রিপশন পরিষেবাটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ কিনা তা এখনও পরিষ্কার নয়। এটা সম্ভব যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পেইড সাবস্ক্রিপশন পরিষেবা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Updated By: Feb 20, 2023, 08:20 AM IST
Twitter-এর পথেই এবার Meta, এবার Instagram-এ ব্লু টিক পেতে খালি হবে পকেট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেটা (Meta) এই সপ্তাহে ইনস্টাগ্রামে (Instagram) কনটেন্ট ক্রিয়েটরদের জন্য 'মেটা ভেরিফায়েড' চালু করার কথা ঘোষণা করেছে। এটি একটি সাবস্ক্রিপশন পরিষেবা যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের যেকোনও একটি সরকারী আইডি দিয়ে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করতে এবং একটি নীল ব্যাজ পেতে পারেন। এছারাও ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে অতিরিক্ত ছদ্মবেশ সুরক্ষা পেতে এবং কাস্টোমার কেয়ারে সরাসরি অ্যাক্সেস পাওয়ার সুযোগ দেয়। মার্ক জুকারবার্গ মেটা ব্রডকাস্ট চ্যানেলে শেয়ার করা একটি নতুন ঘোষণায় মেটার নতুন এই পণ্যের জন্য বিশদ বিবরণ দিয়েছেন।

মেটা ভেরিফাই ক্রিয়েটরদের জন্য ওয়েবে প্রতি মাসে ১১.৯৯ ডলার এবং iOS-এ প্রতি মাসে ১৪.৯৯ ডলারে শুরু হয়। প্রাথমিকভাবে, এই সপ্তাহে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে নতুন এই পরিষেবা চালু হবে। শীঘ্রই অন্যান্য দেশে প্রসারিত হবে এই পরিষেবা।

 

'মেটা ভেরিফাইড' সাবস্ক্রিপশন পরিষেবাটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ কিনা তা এখনও পরিষ্কার নয়। এটা সম্ভব যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পেইড সাবস্ক্রিপশন পরিষেবা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: ভারতের মাটিতে পৌঁছাল Google-এর ছাঁটাই, বরখাস্ত ৪৫৩ কর্মী

সহজ কথায়, ইনস্টাগ্রামে যেকোনও কন্টেন্ট স্রষ্টা নীল ব্যাজ কিনতে পারেন এবং মাসিক প্রিমিয়াম দিয়ে তার অ্যাকাউন্ট যাচাই করতে পারেন। প্রদত্ত সাবস্ক্রিপশন পরিষেবাটি ট্যুইটার ব্লু-এর মতো যা প্রযুক্তি জায়ান্ট মেটাকে একটি নতুন রাজস্ব স্ট্রিম তৈরি করতে সহায়তা করবে।

আরও পড়ুন: Robotic Chef: এবার রোবটই শেফ! জেনে নিন কোথায় পাবেন যন্ত্ররাঁধুনির রান্না আস্বাদনের বিরল সুযোগ...

এলন মাস্কের নেতৃত্বে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটার বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য মাসিক চার্জে ব্লু টিক-এর জন্য জন্য যাচাইকরণ পরিষেবা নিয়ে এসেছে। এটি ব্যবহারকারীদের একটি যাচাই করা নীল ব্যাজ পেতে, দীর্ঘ ভিডিও পোস্ট করতে, ট্যুইট সম্পাদনা করতে, ১০৮০পি ভিডিও আপলোড করতে, অর্ধেক বিজ্ঞাপন দেখতে এবং আরও অনেক সুবিধা দেয়। Twitter Blue সম্প্রতি ভারত সহ অন্যান্য দেশে চালু করা হয়েছে যেখানে যেকোনও ব্যবহারকারী ওয়েবের জন্য ৬৫০ টাকা মাসিক সাবস্ক্রিপশনে এবং iOS অথবা Android-এর জন্য ৯০০ টাকায় ব্লু টিক কিনতে পারবেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.