Mi Note 10: লঞ্চ হল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Xiaomi-এর নতুন স্মার্টফোন

দেখেন নিন Mi Note 10-এর দাম আর স্পেসিফিকেশন...

Updated By: Nov 6, 2019, 12:29 PM IST
Mi Note 10: লঞ্চ হল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Xiaomi-এর নতুন স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদন: অবশেষে প্রতিক্ষার অবসান। বুধবার প্রকাশ্যে এল প্রথম ১০৮ মেগাপিক্সেলের পেন্টা ক্যামেরাসহ স্মার্টফোন। আন্তর্জাতিক ভাবে স্পেনের মাদ্রিদে লঞ্চ হল Xiaomi-এর নতুন স্মার্টফোন Mi Note 10।

গতকালই চিনে প্রকাশ্যে এসেছিল Mi CC9 Pro। সেই স্মার্টফোনেরই গ্লোবাল সংস্করণ Mi Note 10। আর সেই ফোনেই থাকছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। ক্যামেরা সেন্সর তৈরীর জন্য Xiaomi-এর সঙ্গে হাত মিলিয়েছিল Samsung। Samsung-এর ISOCell প্রযুক্তিতে তৈরী এই ক্যামেরায় একদম কম আলোতেও ছবি তোলা সম্ভব। দেখেন নিন Mi Note 10-এর দাম ও স্পেসিফিকেশন...

Mi Note 10-এর দাম ও স্পেসিফিকেশন:

১) স্ক্রিন সাইজ ৬.৪৭ ইঞ্চি। ফুল এইচডি প্লাস (১০৮০x২৩৪০ পিক্সেল) ডিসপ্লে।

২) Mi Note 10-এ ৮ জিবি RAM থাকবে বলে জানা গিয়েছে। থাকছে Snapdragon 730 SoC প্রসেসর।

৩) Mi Note 10-এর মূল আকর্ষণ এবং কেনার কারণ হবে অবশ্যই এর ক্যামেরা সেটআপ। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর+ ২০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর+ ১২ মেগাপিক্সেল জুম ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে Mi Note 10-এ। থাকছে একটি অতিরিক্ত ম্যাক্রো ক্যামেরা সেটআপও।

আরও পড়ুন: ১০ হাজার টাকার মধ্যেই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা! বিক্রি শুরু হল Redmi Note 8

৪) ব্যাটারির দিকেও নজর দিয়েছে Xiaomi। থাকছে ফাস্ট চার্জিংয়ের সুবিধাসহ ৫,২৬০ mAh ব্যাটারি।

দামেরা ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি সংস্থা। তবে মনে করা হচ্ছে, ২৮,০০০ টাকা থেকে দাম শুরু হতে পারে Mi Note 10-এর। চলতি মাসেই ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

.