অ্যান্ড্রয়েডের কাছে ধরাশায়ী, উইন্ডোজ ফোন বন্ধই করে দিল মাইক্রোসফট
নিজস্ব প্রতিবেদন: উইন্ডোজ ফোন থেকে আর বেশি কিছু প্রত্যাশা করবেন না, সরকারিভাবে জানিয়েই দিল মাইক্রোসফট। অর্থাৎ এককথায় বন্ধই হয়ে গেল উইন্ডোজ ফোন। তবে সিকিউরিটি আপডেট করা যাবে আপাতত। কিন্তু অপারেটিং সিস্টেমের কোনও আপডেটই আর পাওয়া যাবে না।
বাজারে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন আসতেই রিতীমত হইচই পড়ে গিয়েছিল। সেসময় উইন্ডে়াজের প্রতিদ্বন্দ্বি ছিল ব্ল্যাকবেরি। কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এসে যাওয়ায় ক্রমশ পিছিয়ে পড়তে থাকে উইন্ডোজ ফোন। নেকিয়ার সঙ্গে লুমিয়া বের করে ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও তেমন কোনও লাভ হয়নি। ফলে আইফোন আর অ্যান্ড্রয়েডের কাছ হার মানতে বাধ্য হয়েছে উইন্ডোজ।
Of course we'll continue to support the platform.. bug fixes, security updates, etc. But building new features/hw aren't the focus. href="https://t.co/0CH9TZdIFu">https://t.co/0CH9TZdIFu
— Joe Belfiore (@joebelfiore) October 8, 2017
আরও পড়ুন-বাঁধ থেকে ছাড়া জলে দক্ষিণের ৫ জেলায় ব্যহত জনজীবন
বাজারে পিছিয়ে পড়তে পড়তে আরও একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল উইন্ডোজ ফোন। নোকিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে বাজারে আনা হয় উইন্ডোজ ১০ ফোন। কিন্তু বাজারচলতি অ্যাপ-সহ অন্যান্য কোনও ফিচারর্সই সেভাবে ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়নি। ফলে ক্ষতির পরিমাণ আর না বাড়িয়ে উইন্ডোজ ফোন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মাইক্রোসফ্যট।
আরও পড়ুন-এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন মুকুল, জেনে নিন আসল কারণটা