২০ বছরের Time-Lapse, সূর্যের বিরাট পরিবর্তনের ভিডিও শেয়ার করল NASA

আক্ষরিক অর্থে সমস্যা যে ঝুপ করে হাজির হবে এমনটা নয়।

Updated By: Dec 5, 2020, 04:58 PM IST
২০ বছরের Time-Lapse, সূর্যের বিরাট পরিবর্তনের ভিডিও শেয়ার করল NASA

নিজস্ব প্রতিবেদন: আমেরিকান স্পেস এজেন্সি NASA সম্প্রতি একটি  Time-Lapse ভিডিও শেয়ার করেছে।  যেখানে দেখা যাচ্ছে সূর্য গত কয়েক দশক ধরে কীভাবে পরিবর্তন হয়েছে। যা অবিশ্বাস্য।

নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ প্রকল্প Solar and Heliospheric Observatory (SOHO) এর ২৫ তম বার্ষিকী উপলক্ষে এজেন্সি প্রায় ৫০ মিনিটের দীর্ঘ একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ক্যামেরাবন্দী রয়েছে ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সূর্যের অভূতপূর্ব পরিবর্তন।  

ভিডিওতে দেখা যাচ্ছে  বিস্ফোরমের মাধ্যমে  bursts of material নিক্ষেপ করছে।  যা দ্রুত গতিশীল। 

ভিডিও থেকে বিজ্ঞানীরা য জানতে পেরেছেন তা হল, মহাজাগতিক রোমাঞ্চ বয়ে নিয়ে আসছে আরেক নতুন সমস্যা। আক্ষরিক অর্থে সমস্যা যে ঝুপ করে হাজির হবে এমনটা নয়। কিন্তু বিজ্ঞানমহলে উত্্কণ্ঠা বাড়াচ্ছে। চিন্তা বাড়িয়েছে ‘সৌরকলঙ্ক’ (Sunspot)। 

 

সৌরকলঙ্ক বাড়লে পৃথিবীর কী ক্ষতি হবে?

* কৃত্রিম উপগ্রহ গুলি তছনছ হয়ে যাবে।
* টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হবে।
*বিদ্যুত্্ পরিষেবা ব্যহত হবে।
* আকাশের মধ্যে বিমান আক্রান্ত হবে।
*মেরুজ্যোতির বদল ঘটবে।
* পৃথিবীর তাপমাত্রার হেরফের হবে।

Tags:
.