এসে গেল গুগলের থেকেও স্মার্ট সার্চ ইঞ্জিন

কোনও কিছু জানতে চাওয়া মানেই সেটা গুগলের কাছে। গুগলের থেকে বড় সার্চ ইঞ্জিন আর নেই বলেই আমাদের ধারনা হয়ে গিয়েছে। তাই আমাদের যখনই কিছু জানার প্রয়োজন হয়, তখনই গুগলে গিয়ে সার্চ করি। কিন্তু এবার গুগলের থেকেও স্মার্ট সার্চ ইঞ্জিন এসে গেল!

Updated By: May 25, 2016, 02:37 PM IST
এসে গেল গুগলের থেকেও স্মার্ট সার্চ ইঞ্জিন

ওয়েব ডেস্ক: কোনও কিছু জানতে চাওয়া মানেই সেটা গুগলের কাছে। গুগলের থেকে বড় সার্চ ইঞ্জিন আর নেই বলেই আমাদের ধারনা হয়ে গিয়েছে। তাই আমাদের যখনই কিছু জানার প্রয়োজন হয়, তখনই গুগলে গিয়ে সার্চ করি। কিন্তু এবার গুগলের থেকেও স্মার্ট সার্চ ইঞ্জিন এসে গেল!

সারা বিশ্বে সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের চাহিদা সবচেয়ে বেশি ছিল। এবার সেই জায়গাটা দখল করতে চলেছে নতুন সার্চ ইঞ্জিন অমনিটি (OMNITY)। এই সার্চ ইঞ্জিন থেকেই আপনি এবার গুগলের থেকেও তাড়াতাড়ি সার্চ করতে পারবেন। এবার অপেক্ষা শুধু সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছনোর। তাহলেই খুব কম সময়ে জনপ্রিয় হয়ে উঠবে এই সার্চ ইঞ্জিনটি, এমনই প্রত্যাশা অমনিটি (OMNITY)-র কর্তাদের।

.