হোয়াটসঅ্যাপে মেসেজ পড়লেও দেখা যাবে না ব্লু টিক
স্মার্টফোনের অ্যাপসের দুনিয়ায় যেমন 'তালা চাবি' দিয়ে প্রবেশ নিষিদ্ধ করা যায় সব কিছুতেই, তেমনই অ্যাপসের নজর থেকে লুকিয়ে থাকাও কঠিন। বন্ধুর পাঠানো মেসেজ আপনি পড়েছেন কিনা সেই খবর বন্ধুকে অ্যাপই দিয়ে দেয়।
ওয়েব ডেস্ক: স্মার্টফোনের অ্যাপসের দুনিয়ায় যেমন 'তালা চাবি' দিয়ে প্রবেশ নিষিদ্ধ করা যায় সব কিছুতেই, তেমনই অ্যাপসের নজর থেকে লুকিয়ে থাকাও কঠিন। বন্ধুর পাঠানো মেসেজ আপনি পড়েছেন কিনা সেই খবর বন্ধুকে অ্যাপই দিয়ে দেয়। হোয়াটস অ্যাপ হোক বা ফেসবুক মেসেনজার কোনও জায়গায়ই ব্লু টিক বা 'সিন' থেকে পালানোর উপায় সেটিংসে নেই।
সেটিংসে পালানোর অপশন না থাকলেও আপনি পালাতে পারেন ব্লু টিক বা 'সিন'এর হাত থেকে। চুপিসারে আপনি মেসেজ পড়ে নেবেন কিন্তু আপনার বন্ধু জানতেও পারবে না। কী করে সম্ভব এটা? মেসেজ পড়ার আগে চট করে ফোনটা ফ্লাইট মোডে দিয়ে দিন।। তারপর মেসেজ পড়ে অ্যাপ বন্ধ করে ফের নরমাল মোডে দিয়ে দিন ফোন। ব্যস তাহলেই আপনি মেসেজ পড়লেও আর দেখা যাবে না ব্লু টিক।