প্রায় ৩,৫০০ টাকা দাম কমে মধ্যবিত্তের নাগালের মধ্যে Nokia-র দু’টি দুর্দান্ত স্মার্টফোন!

আসুন জেনে নেওয়া যাক এই দু’টি ফোনের নজরকাড়া ফিচার আর নতুন দাম...

Edited By: সুদীপ দে | Updated By: Jan 27, 2020, 12:34 PM IST
প্রায় ৩,৫০০ টাকা দাম কমে মধ্যবিত্তের নাগালের মধ্যে Nokia-র দু’টি দুর্দান্ত স্মার্টফোন!

নিজস্ব প্রতিবেদন: ফের সস্তা হল Nokia-র দু’টি এক ধাক্কায় দাম কমল প্রায় ৩,৫০০ টাকা। গত বছর অক্টোবর মাসে Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে Nokia 6.2 আর Nokia 7.2।  ট্রিপল রিয়ার ক্যামেরা এবং দারুণ ফিচার-সহ এই ফোন দাম কমে মধ্যবিত্তের নাগালে আসছে। আসুন জেনে নেওয়া যাক এই দু’টি ফোনের নজরকাড়া ফিচার আর নতুন দাম...

Nokia 6.2-এর স্পোসিফিকেশন আর দাম:

১)  ৬.৩ ইঞ্চি ফুল এফএইচডি প্লাস ডিসপ্লে। ডুয়াল সিম Nokia 6.2-এর ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে।

২)  ৪ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকছে এই ফোনে।

৩) অপারেটিং সিস্টেম আর Snadragon ৬৩৬ চিপসেট।

৪) ছবি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৪ মেগাপিক্সেলে (আল্ট্রা ওয়াইড সেন্সার) + ৫ মেগাপিক্সেল (ডেপথ সেন্সার) + এর সঙ্গেই রয়েছে ৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৫) এই ফোনে থাকছে ৩৫০০ mAh-এর ব্যাটারি। এই ফোনটির ওজন ১৮০ গ্রাম।

৬) কানেক্টিভিটির জন্য Nokia 6.2 ফোনে থাকছে Wi-Fi ৮০২.১১ ac, Bluetooth ৫.০, USB Type-C পোর্ট, GPS আর ৪G LTE।

৭) ৩,৫০০ টাকা দাম কমে এই ফোন পাওয়া যাবে ১২,৪৯৯ টাকায়।

Nokia 7.2-এর স্পেসিফিকেশন আর দাম:

১) ৬.৩ ইঞ্চি ফুল এফএইচডি প্লাস ডিসপ্লে। Nokia 7.2 -এর ডিসপ্লেতেও থাকবে HDR 10 সাপোর্ট।

২) ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট।

৩) ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকছে এই ফোনে।

৪) Nokia 7.2 এর অন্যত্তম এউএসপি হল এর কাম্যেরা। ৪৮মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৪ মেগাপিক্সেলে (আল্ট্রা ওয়াইড সেন্সার) +৫ মেগাপিক্সেল (ডেপথ সেন্সার)। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

৫) নেক্টিভিটির জন্য Nokia 7.2 ফোনে থাকছে Wi-Fi ৮০২.১১ ac, Bluetooth ৫.০, USB Type-C পোর্ট, GPS আর ফোর জি LTE।

৬) এই ফোনে থাকছে ৩,৫০০ mAh-এর ব্যাটারি। এই ফোনটির ওজন ১৮০ গ্রাম।

৭) Nokia 7.2 ফোনের বেস ভেরিয়েন্টের দাম কমেছে ৩,১০০ টাকা। ৬ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজে এই ফোনের দাম ২,৫০০ টাকা কমে হয়েছে ১৭,০৯৯ টাকা।

.