লঞ্চের আগেই ফাঁস হল Nokia C2-এর স্পেসিফিকেশন!

জেনে নিন Nokia C2-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম...

Edited By: সুদীপ দে | Updated By: Mar 16, 2020, 08:40 PM IST
লঞ্চের আগেই ফাঁস হল Nokia C2-এর স্পেসিফিকেশন!

নিজস্ব প্রতিবেদন: এবার আসতে চলেছে Nokia C2। চলতি সপ্তাহতেই লঞ্চ করছে এই ফোন। ১৯ মার্চ, বৃহস্পতিবার লঞ্চ করছে এই ফোন। কিন্তু লঞ্চের আগেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট টুইটারে ফাঁস হল Nokia C2-এর স্পেসিফিকেশন। ফিনল্যান্ডেই লঞ্চ করবে এই ফোন। কিন্তু ভারতে কবে এই ফোন লঞ্চ করছে তা এখনও জানা যায়নি। জেনে নিন Nokia C2-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম...

Nokia C2-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম:

১) এই ফোনে থাকছে ১ জিবি RAM ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

২) Nokia C1 এসেছিল 3G কানেক্টিভিটি নিয়ে। কিন্তু Nokia C2-তে থাকছে 4G কানেক্টিভিটি।

৩) এই ফোনে ব্যাটারি থাকছে ২,৮০০ mAh।

৪) এছাড়াও ফোনে থাকছে Android 9 pie অপারেটিং সিস্টেম।

৫) ফোনের পিছনে থাকছে ৫ মেগাপিক্সল ক্যামেরা-সহ এলইডি ফ্ল্যাস। আর ৫ মেগাপিক্সল সেলফি ক্যামেরা থাকছে।

৬) ফোনের ভিতরে থাকছে কোয়াড-কোর ১.৪GHz প্রসেসর।

আরও পড়ুন: আনলিমিটেড কলিং-সহ নতুন দু’টি আকর্ষণীয় প্রিপেড প্ল্যান চালু করছে Vodafone!

৭) ৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে থাকছে এই ফোনে।

৮) এই ফোনে ৬৪ জিবি এসডি কার্ড ব্যবহার করা যাবে।

৯) মনে করা হচ্ছে এই ফোনের দাম হতে পারে ১০,০০০ টাকার আশেপাশে।

.