এবার খাবার অর্ডার করুন ফেসবুকে

Updated By: Oct 14, 2017, 01:05 PM IST
এবার খাবার অর্ডার করুন ফেসবুকে

ওয়েব ডেস্ক: অ্যাপের দৌলতে প্রায় সমস্ত পৃথিবীই এখন আমাদের হাতের মুঠোয়। দোকানে যাওয়ার সময় নেই? চিন্তার কোনও কারণ নেই। অ্যাপের মাধ্যমেই আপনি জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিস কিনে ফেলতে পারছেন। আপনি শুধু অর্ডার করবেন। আপনার পছন্দের জায়গায় আপনার পছন্দের জিনিস ঠিক সময় মতো পৌঁছে যাবে। খিদে পেলে আমরা প্রায়ই বিভিন্ন অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করে থাকি ইদানিং। এবার খাবার অর্ডার করা আরও সহজ হয়ে গেল। এবার আর আলাদা করে কোনও অ্যাপের প্রয়োজন নেই। ফেসবুক ব্যবহার করেন নিশ্চয়ই? খিদে পেলেই ফেসবুকে খাবার অর্ডার করুন।

এবার জিও-র ১৪৯ টাকার রিচার্জ করলেই দারুণ সুযোগ

ব্যবহারকারীদের জন্য রোজ নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে ফেসবুক। ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে রোজ আরও মজাদার হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া। গত এক বছর ধরে আমেরিকায় খাবার অর্ডার করার ফিচারটি টেস্ট করছে ফেসবুক। ডেস্কটপ, অ্যান্ড্রয়েড, আইওএস অপারেটিং সিস্টেমের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা ফিচারটি উপভোগ করছেন। আর তাই এবার এই ফিচারটিকে আরও বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছে দিতে চায় ফেসবুক। কিন্তু কীভাবে ফেসবুকে খাবার অর্ডার করবেন? ‘order food’ সেকশনে গিয়ে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের কাছাকাছি রেস্তোরাঁর খোঁজ করুন। সেখানে ‘explore’ অপশনে গিয়ে মেনু দেখে খাবার পছন্দ করুন। আর ‘start order’ অপশনে ক্লিক করে পছন্দের খাবার অর্ডার করে দিন।

ডাউনলোড স্পিডে ফের সবাইকে পিছনে ফেলে দিল জিও

.