এই ভয়ঙ্কর সিদ্ধান্তটাই নিতে হল ফ্লিপকার্টকে!

হটাত্‍ই একটি চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। কিন্তু, কী সেই সিদ্ধান্ত? কেনওই বা তা নেওয়া হল? কারও কারও মতে এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে।

Updated By: Jul 29, 2016, 03:26 PM IST
এই ভয়ঙ্কর সিদ্ধান্তটাই নিতে হল ফ্লিপকার্টকে!

ওয়েব ডেস্ক : হটাত্‍ই একটি চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। কিন্তু, কী সেই সিদ্ধান্ত? কেনওই বা তা নেওয়া হল? কারও কারও মতে এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে।

আরও পড়ুন- আজ এবং আগামিকাল ফ্লিপকার্টে দারুন মোবাইল এক্সচেঞ্জ অফার!

ফ্লিপকার্ট এবার তাদের সংস্থায় কর্মরত ৭০০ থেকে ১০০০ জন কর্মীকে ছাটাইম করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে ওই কর্মীরা নন পারফর্মিং। অর্থাত্‍, সময় মতো টার্গেট পূরণ করতে না পারার ফলেই এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছে।

হঠাত্‍ করে এই সিদ্ধান্তে বিরূপ প্রতিকৃয়া তৈরি হয়েছে সংস্থার কর্মীদের মধ্যে। যদিও, কর্মীদের একাংশের মতে এই ঘটনা ফ্লিপকার্কে নতুন কিছু নয়। ভারতে এই অনলাইন বিপনী সংস্থায় কর্মীর সংখ্যা বর্তমানে ৩০ হাজার।

.