স্মার্টফোনের দামেই, ফোনের চেয়েও পাতলা স্মার্ট টিভি আনল Oneplus!

স্মার্টফোনের চেয়েও পাতলা এই স্মার্ট টিভির দামও নাগালের মধ্যেই। আসুন জেনে নেওয়া যাক Oneplus-এর স্মার্ট টিভি বিষয়ে খুঁটিনাটি...

Edited By: সুদীপ দে | Updated By: Jul 2, 2020, 07:29 PM IST
স্মার্টফোনের দামেই, ফোনের চেয়েও পাতলা স্মার্ট টিভি আনল Oneplus!
—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: ২ জুলাই, বৃহস্পতিবার সন্ধে ৭ টায় হবে লাইভ স্ট্রিমিং-এ লঞ্চ হল Oneplus-এর স্মার্ট টিভি। Amazon-এ ইতিমধ্যেই এর প্রিবুকিং শুরু হয়ে গিয়েছে। স্মার্টফোনের চেয়েও পাতলা এই স্মার্ট টিভির দামও নাগালের মধ্যেই। আসুন জেনে নেওয়া যাক Oneplus-এর স্মার্ট টিভি বিষয়ে খুঁটিনাটি...

Oneplus-এর স্মার্ট টিভির স্পেসিফিকেশন আর দাম:

১) জানা গিয়েছে, Oneplus-এর এই স্মার্ট টিভি ৩২ ইঞ্চি, ৪৩ ইঞ্চি আর ৫৫ ইঞ্চি— এই তিন রকম মাপে পাওয়া যাবে।

২) জানা গিয়েছে, তিন রকম ডিসপ্লে রেজলিউশনে পাওয়া যাবে Oneplus-এর এই স্মার্ট টিভি; এইচডি, ফুল এইচডি আর কোয়াড এইচডি রেজোলিউশন।

৩) Oneplus-এর এই স্মার্ট টিভি অত্যন্ত স্লিক বেজেল, ডলবি সাউন্ড বিশিষ্ট। স্মার্টফোনের চেয়েও পাতলা এই স্মার্ট টিভির ফ্রেমের জন্য কার্বন ফাইবার বিশেষ অ্যালুমিনিয়াম খাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হতে চলেছে মিডরেঞ্জ স্মার্টফোন Honor X10 Max!

৪) টিভির সঙ্গে যুক্ত স্পিকারগুলি ৯০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে, ফলে ৫০ শতাংশ গভীর বেসের অভিজ্ঞতা মিলবে।

৫) জানা গিয়েছে, Oneplus-এর এই স্মার্ট টিভির দাম শুরু হচ্ছে ১৯,৯৯৯ টাকা থেকে (৩২ ইঞ্চি মডেলের দাম)। এর ৪৩ ইঞ্চি মডেলের দাম ২৯,৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চি মডেলের দাম ৪৯,৯৯৯ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

.