এক ধাক্কায় দাম কমল তিন হাজার টাকা, অবিশ্বাস্য দামে বাজারে আসছে Oppo F15

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাঁচ মিনিট চার্জ দিয়ে ২ ঘণ্টা কথা বলা মতো সিস্টেম-ও আছে এই ফোনে।

Updated By: Jan 25, 2020, 03:23 PM IST
এক ধাক্কায় দাম কমল তিন হাজার টাকা, অবিশ্বাস্য দামে বাজারে আসছে Oppo F15

নিজস্ব প্রতিবেদন : প্রতীক্ষার অবসান,অবিশ্বাস্য দামে বাজারে আসছে Oppo F15। এক ধাক্কায় ৩০০০ টাকা দাম কমল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাঁচ মিনিট চার্জ দিয়ে ২ ঘণ্টা কথা বলা মতো সিস্টেম-ও আছে এই ফোনে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে...

Oppo F15 এর স্পেসিফিকেশন :

আরও পড়ুন-  ১ টাকায় এক জিবি ডেটা! JIO-কে বলে বলে পাঁচ গোল দিচ্ছে এই সংস্থা

১) এই ফোনে থাকছে ৬.৪ ইঞ্চি ফুল এলসিডি সুপার ডিসপ্লে।

২) এই ফোনে ৮ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। ২৫৬ জিবি  অবধি বাড়ানো যাবে।

৩)  মিডিয়াটেক হেলিও পি থার্টি  প্রসেসর থাকছে।

৪) ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো ক্যামেরা)  + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) Oppo F15- এর অ্যান্ড্রয়েড ভার্সন- ৯, পাই। 

৬) এই ফোনে থাকছে ৪০০০ mAh-এর ব্যাটারি।

৭) Oppo F15 এর দাম- (৮ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ) ১৯,৯৯০।

Tags:
.