এবার কি গাড়িতে লাগবে সবুজ নম্বর প্লেট?

বিদ্যুতচালিত গাড়িকে বিশেষ সুবিধা দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। সেক্ষেত্রে পার্কিংয়ে অগ্রাধিকার, যানবহুল স্থানে প্রবেশের অনুমতি ও টোলে ছাড় ঘোষণা করতে পারে মোদী সরকার। এছাড়া বিভিন্ন পরিবহণ সংস্থাকে ক্রমশ বিদ্যুত্চালিত গাড়ি ব্যবহারে উত্সাহ দেবে কেন্দ্র। 

Updated By: May 26, 2018, 08:24 PM IST
এবার কি গাড়িতে লাগবে সবুজ নম্বর প্লেট?

নিজস্ব প্রতিবেদন: তবে কি এবার গাড়িতে লাগবে সবুজ নম্বর প্লেট। নীতি আয়োগের সুপারিশ মেনে নিলে এমনটাই হতে চলেছে। গত জানুয়ারিতে বিদ্যুত্চালিত গাড়িতে সবুজ নম্বর প্লেট লাগানোর সুপারিশ করে নীতি আয়োগ। সরকারের ছাড়পত্র পেলে সিদ্ধান্তে পরিণত হবে এই সুপারিশ। 

সম্প্রতি কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি জানিয়েছেন, ব্যক্তিগত বিদ্যুতচালিত গাড়িতে সবুজ নম্বর প্লেট লাগানোর কথা ভাবছে সরকার। বিদ্যুত্চালিত ভাড়ার গাড়িতে লাগবে হলুদ নম্বর প্লেট। এতে সহজেই বিদ্যুতচালিত পরিবেশবান্ধব গাড়িকে আলাদা করে চেনা যাবে। 

বিদ্যুতচালিত গাড়িকে বিশেষ সুবিধা দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। সেক্ষেত্রে পার্কিংয়ে অগ্রাধিকার, যানবহুল স্থানে প্রবেশের অনুমতি ও টোলে ছাড় ঘোষণা করতে পারে মোদী সরকার। এছাড়া বিভিন্ন পরিবহণ সংস্থাকে ক্রমশ বিদ্যুত্চালিত গাড়ি ব্যবহারে উত্সাহ দেবে কেন্দ্র। 

IPL ফাইনাল উপলক্ষে ৮ জিবি ফ্রি ডেটা দিচ্ছে জিও

এছাড়া ১৬ বছর বয়সেই ই-স্কুটারের লাইসেন্স দেওয়ার কথাও ভাবছে কেন্দ্র। বর্তমানে এই বয়সে মাত্র ৫০ সিসি গিয়ারলেস স্কুটার চালানোর অনুমতি মেলে। 

.