লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Realme 6i-এর স্পেসিফিকেশন!

আসুন জেনে নেওয়া যাক Realme 6i-এর সম্ভাব্য স্পেসিফিকেশন...

Edited By: সুদীপ দে | Updated By: Mar 15, 2020, 02:25 PM IST
লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Realme 6i-এর স্পেসিফিকেশন!

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসকে উপেক্ষা করেই, আগামী ১৭ মার্চ মায়ানমারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্ট ফোন। ভারতের প্রতিবেশি দেশে এবার Realme নিয়ে আসতে Realme 6i। Geekbench ওয়েবসাইটের মাধ্যমে সামনে এসেছে এই ফোনের ফিচার। চিনা এই কোম্পানিটি তাদের নিজস্ব ফেসবুক পেজে মায়ানমারের লঞ্চ-এর তারিখ ঘোষণা করেছে। যদিও দাম সম্পর্কে এখনও সঠিক কিছু জানা যায়নি। আসুন জেনে নেওয়া যাক Realme 6i-এর সম্ভাব্য স্পেসিফিকেশন...

Realme 6i স্পেসিফিকেশন:

১) এই ফোনে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম।

২) ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ থাকছে এই ফোনে।

৩) এই ফোনে ৬.৫২ ইঞ্চের ডিসপ্লে থাকছে।

৪) এলইডি ফ্ল্যাস-সহ এই ফোনের পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সল ডেপ্থ ক্যামেরা। আর সামনে থাকছে ১৬ মেগাপিক্সল-এর সেলফি ক্যামেরা।

আরও পড়ুন: একলাফে ৬ শতাংশ জিএসটি বাড়াল কেন্দ্র, মোবাইল ফোনের দাম বাড়তে চলেছে অনেকটাই

৫) এই ফোনে ৫০০০ mAh ব্যাটারি থাকছে। এছাড়াও থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট ও ১৮W ফাস্ট চার্জ সাপোর্ট।

৬) এই ফোনে থাকছে মিডিয়া টেক হেলিও G৮০ চিপসেট।

৭) Snapdragon ৭১০ চিপসেট থাকছে এই ফোনে।

৮) এই ফোনের ওজন ১৯৫ গ্রাম।

.