সীমিত সময়ের ওপেন সেলে দুর্দান্ত অফার Xiaomi-র !
মধ্যরাত পর্যন্ত যখন খুশি এই ফোন কেনা যাবে...
নিজস্ব প্রতিবেদন: এন্ট্রিলেভেল সেগমেন্টকে টক্কর দিতে গিয়ে রীতিমত ওপেন সেল শুরু করল Xiaomi। চলতি মাসেই ভারতে লঞ্চ হয়েছে Redmi 8A Dual। যদিও খুব সীমিত সময়ের জন্যই থাকবে এই ওপেন সেলের অফার। ২৫ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত যখন খুশি এই ফোন কেনা যাবে। থাকছে উচ্চমানের টেক্সচার্ড ডিজাইনের ব্যবহার । দুটি স্টোরেজের ভ্যারিয়েন্টে অনলাইন সাইটগুলিতে পাওয়া যাবে এই ফোন। আসুন এক নজরে জেনে নেওয়া যাক এই ফোনের ফিচারগুলি সম্পর্কে....
Redmi 8A Dual-এর দাম ও স্পেসিফিকেশন :
১) ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে থাকছে এই ফোনে।
২) Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে।
৩) Snapdragon 439 চিপসেট রয়েছে Xiaomi-এর এই মডেলটিতে।
৪) দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।২ জিবি RAM ও ৩ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই ফোনে।
৫) ছবি তোলার জন্য Redmi 8A Dual -এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ,এছাড়াও এলইডি ফ্ল্যাশ থাকছে ।আর সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুন:Realme-এর হাত ধরে ভারতে লঞ্চ হল প্রথম 5G স্মার্টফোন
৬) এই ফোনে থাকছে ৫,০০০ mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
৭) এছাড়া থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্টের সুবিধা।
৮)Redmi 8A Dual-এর ২ জিবি RAM + ৩২ জিবি স্টোরেজের দাম পড়বে ৬,৪৯৯ টাকা। অন্যদিকে ৩ জিবি RAM + ৩২ স্টোরেজের দাম থাকছে ৬,৯৯৯ টাকা।
৯) আপাতত ধূসর, নীল ও সাদা এই তিনটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।