জলের দরে হাই স্পেসিফিকেশন, চলতি মাসেই লঞ্চ Redmi 8A-এর

বেশ কিছু স্মার্টফোন সম্পর্কিত পোর্টালে এর মধ্যেই লিক হয়েছে Redmi 8A-এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন। 

Updated By: Sep 19, 2019, 04:55 PM IST
জলের দরে হাই স্পেসিফিকেশন, চলতি মাসেই লঞ্চ Redmi 8A-এর

নিজস্ব প্রতিবেদন : চলতি মাসেই লঞ্চ হতে চলেছে Redmi 8A। বৃহস্পতিবার টুইট করে নতুন স্মার্টফোনের বিষয়ে জানাল Xiaomi।  

 

কয়েক মাস আগেই বাজারে এসেছিল Xiaomi-এর বাজেট স্মার্টফোন Redmi 7A। তবে, প্রায় সঙ্গে সঙ্গে Realme C2 আসার পর স্পেসিফিকেশনের দিক থেকে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়ে Redmi 7A। সেই কারণেই কী তড়িঘড়ি আপডেটেড স্পেসিফিকেশনসহ নতুন Redmi 8A আনা হচ্ছে? এমনটাই ধারণা করছেন স্মার্টফোন উত্সাহীরা। Redmi 8A-এর দাম ও স্পেসিফিকেশনের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা। তবে, বেশ কিছু স্মার্টফোন সম্পর্কিত পোর্টালে এর মধ্যেই লিক হয়েছে Redmi 8A-এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন। 

 

Redmi 8A-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম:

১) ৬.২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। সংস্থার টিজার অনুযায়ী থাকছে ওয়াটারড্রপ নচ। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও আগের সংস্করণ 7A-এর চেয়ে অনেকটাই বেশি। 

২) ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশনে Redmi 8A যাবে। প্রসেসরের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।

৩) Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে।

আরও পড়ুন: এক চার্জেই ব্যবহার করা যাবে দুই দিন, 6,000 mAh ব্যাটারি-সহ লঞ্চ হল Samsung Galaxy M30s

৪) মনে করা হচ্ছে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। থাকতে পারে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) ফোনের পিছনের অংশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) ব্যাটারির বিষয়ে আগের থেকে যে বেশি গুরুত্ব দেওয়া হবে তা বলাই বাহুল্য। ৫,০০০ mAh ব্যাটারি থাকছে Redmi 8A-এ।

৭) ফোনের দাম যে Realme C2-এর সঙ্গে প্রতিযোগিতামূলক রাখা হবে তা বলাই বাহুল্য। Redmi 8A-এর দাম ৫,৯৯৯ টাকা থেকে ৬,৫০০ টাকার মধ্যে রাখা হবে বলে মনে করা হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর লঞ্চ হবে Redmi 8A।

.