বুধবার দুপুর ১২টা থেকে চলছে Redmi Note 7, Note 7 Pro-র ফ্ল্যাশ সেল!

এই সময় Flipkart, Mi.com আর Mi Home স্টোর থেকে কেনা যাবে এই দু’টি ফোন।

Updated By: Apr 3, 2019, 01:19 PM IST
বুধবার দুপুর ১২টা থেকে চলছে Redmi Note 7, Note 7 Pro-র ফ্ল্যাশ সেল!
--প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 7 আর Redmi Note 7 Pro। এর মধ্যেই এই দু’টি স্মার্টফোনের চাহিদা তুঙ্গে! একাধিক আকর্ষণীয় ফিচার-সহ ভারতের স্মার্টফোনের বাজারে দেদার বিকোচ্ছে Xiaomi-র এই দু’টি স্মার্টফোন। ফোনদুটির এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে আজ, বুধবার দুপুর ১২টায় শুরু হচ্ছে Redmi Note 7, Note 7 Pro— এই স্মার্টফোনের ফ্ল্যাশ সেল! এই সময় Flipkart, Mi.com আর Mi Home স্টোর থেকে কেনা যাবে এই দু’টি ফোন। আসুন এ বার এক নজরে দেখে নেওয়া যাক এই দুটি ফোনের স্পেসিফিকেশন...

Redmi Note 7 Pro-এর স্পেসিফিকেশন:

১) ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮১ শতাংশেরও বেশি।

২) দু’ রকম স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ আর ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজে পাওয়া যাবে Redmi Note 7 Pro। ফোনের ইন্টার্নাল স্টোরেজ MicroSD কার্ডের সাহায্যে ১ টিবি (১০২৪ জিবি) পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

আরও পড়ুন: লঞ্চ হল Xiaomi-র স্মার্ট কুকার, চালানো যাবে স্মার্টফোন থেকেই!

৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম আর Snapdragon ৬৭৫ চিপসেট।

৪) ছবি তোলার জন্য থাকছে ৪৮ মেগাপিক্সেল (Sony IMX586 প্রাইমারি সেন্সার) + ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আর ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৫) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

৬) নেপচুন ব্লু, নেবুলা রেড আর স্পেস ব্ল্যাক-–এই তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন।

৭) Redmi Note 7 Pro-এর ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে হলে গুনতে হবে ১৬,৯৯৯ টাকা।

আরও পড়ুন: এক ধাক্কায় ২,০০০ টাকা দাম কমল Realme U1 স্মার্টফোনের!

Redmi Note 7-এর স্পেসিফিকেশন:

১) ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮১ শতাংশেরও বেশি।

২) দু’ রকম স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ আর ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজে পাওয়া যাবে Redmi Note 7 Pro। ফোনের ইন্টার্নাল স্টোরেজ MicroSD কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম আর Snapdragon ৬৬০ চিপসেট।

৪) ছবি তোলার জন্য থাকছে ১২ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আর ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রয়েছে ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৫) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

৬) নেপচুন ব্লু, নেবুলা রেড আর স্পেস ব্ল্যাক-–এই তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন।

৭) Redmi Note 7 Pro-এর ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে হলে গুনতে হবে ১১,৯৯৯ টাকা।

.