'ফেটে ছাই' রিলায়েন্স জিও-র Lyf স্মার্টফোন, ছবি ভাইরাল

মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডার্স্ট্রিজ লিমিটেডের অধীনস্ত সংস্থা রিলায়েন্স রিটেল লিমিটেডের এলওয়াইএফ (4G Lyf phone) স্মার্টফোনে বিস্ফোরণ হল। এমনই অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তনবীর সাদিক নামের এক ব্যক্তি। তনবীর টুইটারে লেখেন, 'রিলায়েন্সের এলওয়াইফ ফোনটা চোখের সামনে ফেটে গেল। পুড়ে ছাই। ভাগ্য ভাল, আমার পরিবার কোনওমতে বেঁচে গিয়েছে। '

Updated By: Nov 7, 2016, 12:16 PM IST
'ফেটে ছাই' রিলায়েন্স জিও-র Lyf স্মার্টফোন, ছবি ভাইরাল

ওয়েব ডেস্ক: মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডার্স্ট্রিজ লিমিটেডের অধীনস্ত সংস্থা রিলায়েন্স রিটেল লিমিটেডের এলওয়াইএফ (4G Lyf phone) স্মার্টফোনে বিস্ফোরণ হল। এমনই অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তনবীর সাদিক নামের এক ব্যক্তি। তনবীর টুইটারে লেখেন, 'রিলায়েন্সের এলওয়াইফ ফোনটা চোখের সামনে ফেটে গেল। পুড়ে ছাই। ভাগ্য ভাল, আমার পরিবার কোনওমতে বেঁচে গিয়েছে। '

এরপর তিনি আরও একটা পোস্টে লেখেন, এই দেখুন আমার ফেটে যাওয়া  Lyf স্মার্টফোন, এই ফোনটা ব্যবহার করার আগে সাবধান। এই টুইটের প্রতিক্রিয়া দেয় Lyf কর্তৃপক্ষ।  কোম্পানি জানায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই ঘটনা জেনেছি। আমার খুব গুরত্বের সঙ্গে ব্যাপারটা খতিয়ে দেখছি।

রিলায়েন্স ফোর জি পরিষেবা সিম বিক্রি হওয়ার পর থেকেই Lyf স্মার্টফোনের বিক্রি বেড়ে যায়।

এলওয়াইএফ ফ্লেম ১ ও উইন্ড ৬ ৪জি স্মার্টফোন। এতে রয়েছে VoLTE এবং VoWi-Fi প্রযুক্তি। ফোন দুটিতে রয়েছে Adreno GPU সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, সঙ্গে ১ জিবি RAM।

.