ভারতের বাজারে কনটিনেন্টাল জিটি ৫৩৫-এর বিক্রি বন্ধ করে দিচ্ছে Royal Enfield

ভারতে কনটিনেন্টাল জিটির বিক্রি বন্ধ করে দিল রয়্যাল এনফিল্ড। ২০১৩ সালে লঞ্চ হলেও বাজারে কখনো সেভাবে সাড়া ফেলতে পারেনি বাইকটি। সম্পূর্ণ নতুন ডিজাইনের ওপর তৈরি এই বাইকের বিক্রি বন্ধ বলে ঘোষণা করে ডিলারদের ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে সংস্থা।

Updated By: Jan 5, 2018, 01:59 PM IST
ভারতের বাজারে কনটিনেন্টাল জিটি ৫৩৫-এর বিক্রি বন্ধ করে দিচ্ছে Royal Enfield

ওয়েব ডেস্ক: ভারতে কনটিনেন্টাল জিটির বিক্রি বন্ধ করে দিল রয়্যাল এনফিল্ড। ২০১৩ সালে লঞ্চ হলেও বাজারে কখনো সেভাবে সাড়া ফেলতে পারেনি বাইকটি। সম্পূর্ণ নতুন ডিজাইনের ওপর তৈরি এই বাইকের বিক্রি বন্ধ বলে ঘোষণা করে ডিলারদের ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে সংস্থা।

ভারতে বাইকারদের ঔপনিবেশিক ঐতিহ্যের আমেজ দিতে ডিজাইন করা হয়েছিল রয়্যাল এনফিল্ড কনটিনেন্টাল জিটি-কে। কিন্তু ৫ বছরের মধ্যেই তার বিক্রি বন্ধের ঘোষণা করল সংস্থা। বাছাই করা ডিলারদের কাছে মিলবে মজুত থাকা মোটরসাইকেলগুলি। ভারতে বিক্রি বন্ধ করলেও বিদেশে কনটিনেন্টাল জিটি রফতানি জারি রাখবে রয়্যাল এনফিল্ড। সূত্রের খবর, কনটিনেন্টাল জিটির বদলে কনটিনেন্টাল জিটি ৬৫০ আনার পরিকল্পনা রয়েছে রয়্যাল এনফিল্ডের। সম্ভবত চলতি বছরই ভারতের বাজারে আসবে নতুন মোটরসাইকেলটি।

আরও পড়ুন - কুয়াশায় জেরবার রেল পরিষেবা, ব্যাপক দেরিতে চলছে দূরপাল্লার সব ট্রেন

রয়্যাল এনফিল্ড কনটিনেন্টাল জিটি ৫৩৫-এ রয়েছে সিঙ্গল সিলিন্ডার অয়েল কুল়ড ইঞ্জিন। যা থেকে মেলে ২৯ অশ্বশক্তি ক্ষমতা ও ৪৪ নিউটোমিটার টর্ক। বাইকটির সামনের চাকায় রয়েছে ৩০০ মিমি ডিস ব্রেক। পিছনের চাকায় রয়েছে ২৪০ মিমি ডিস ব্রেক। বাজারে বাইকটির এক্স শো-রুম দাম ২,০০,০০০ টাকার আসেপাশে। 

নতুন কনটিনেন্টাল জিটি ৬৫০-তে থাকবে ৬৪৮ সিসি প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন। সঙ্গে থাকবে এয়ার কুলিং ও ফুয়েল ইনজেকশন। যা থেকে মিলবে ৪৭ অশ্বশক্তি ক্ষমতা। সঙ্গে থাকবে ৬ স্পিড গিয়ারবক্স।

 

.