মূক ও বধিরদের জন্য স্যামসাঙের কল সেন্টার অ্যাড দেখে মুগ্ধ বিশ্ব

ইস্তানবুলের কোনও এক পাড়ায় থাকেন মূক-বধির মুহরম। বোন ওজালেমের সঙ্গে বৈচিত্রহীন ভাবেই দিন কাটছিল তার। কিন্তু চমকে গেলেন যেদিন দেখলেন তার পাড়ার সকলেই কথা বলছেন তার ভাষায়, সাইন ল্যাঙ্গোয়েজে। ধীরে ধীরে বিস্ময় বদলে গিয়ে জলের ধারা নামল দু'চোখ বেয়ে।

Updated By: Mar 12, 2015, 05:57 PM IST
মূক ও বধিরদের জন্য স্যামসাঙের কল সেন্টার অ্যাড দেখে মুগ্ধ বিশ্ব

ওয়েব ডেস্ক: ইস্তানবুলের কোনও এক পাড়ায় থাকেন মূক-বধির মুহরম। বোন ওজালেমের সঙ্গে বৈচিত্রহীন ভাবেই দিন কাটছিল তার। কিন্তু চমকে গেলেন যেদিন দেখলেন তার পাড়ার সকলেই কথা বলছেন তার ভাষায়, সাইন ল্যাঙ্গোয়েজে। ধীরে ধীরে বিস্ময় বদলে গিয়ে জলের ধারা নামল দু'চোখ বেয়ে।

স্যামসাঙ ও লিও বারনেট অ্যাড এজেন্সি গোটা এক মাস ধরে মুহরমের পাড়ায় বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগায়, প্রতিবেশীদের শেখায় সাইন ল্যাঙ্গোয়েজ। তারপর আসে সেই বিশেষ দিন। যেদিন ভাই মুহরমকে নিয়ে হাঁটতে বেরোয় ওজালেম। রাস্তায় সকলেই তার সঙ্গে কথা বলতে থাকে সাইন ল্যাঙ্গোয়েজে। মুহরম বুঝে উঠতে পারেন না কীভাবে তার পাড়ার সকলে এই ভাষা শিখল। তারপর যখন সামনে আসে সত্যি, তখন আর আবেগ চেপে রাখতে পারেননি মুহরম। কেঁদে ফেলেন তিনি।

মূক ও বধিরদের জন্য তুরস্কে স্যামসাঙের নতুন কলসেন্টারের অ্যাওয়ারনেস অ্যাড এই ভিডিও।

দেখুন ভিডিও,

.