লঞ্চ করল স্যামসাং-এর চারটে দুর্দান্ত স্মার্টফোন! ফিচার এবং দাম জেনে নিন

‘জেন-এক্স’ সব রকম চাহিদার কথা মাথায় রেখেই নতুন চারটে স্মার্টফোন বাজারে আনল স্যামসাং। এক নজরে দেখে নিন ফোনগুলির স্পেসিফিকেশন আর দাম।

Updated By: May 21, 2018, 06:21 PM IST
লঞ্চ করল স্যামসাং-এর চারটে দুর্দান্ত স্মার্টফোন! ফিচার এবং দাম জেনে নিন
ফোন লঞ্চের অনুষ্ঠানে মনু শর্মা (ভাইস প্রেসিডেন্ট, স্যামসাং ইন্ডিয়া)।

একটা ভাল স্মার্টফোন বলতে কী বোঝায়? এই প্রশ্নটার উত্তর এক কথায় দেওয়া মোটেই সম্ভব নয়। সত্যি কথা বলতে, ‘ভাল স্মার্টফোন’-একেক গ্রাহকের কাছে একেক রকম। কারও ভাল সেলফি ক্যামেরা চাই, তো কারও অন্তত ৩-৪ জিবি RAM চাই। কেউ আবার বেশি মাথা ঘামান ফোনের ব্যাটারি আর স্টোরেজ নিয়ে। কিন্তু বেশিরভাগ গ্রাহকই চান বাজেটের মধ্যে মোটামুটি সবকিছু। তাই গ্রাহকদের মন জোগাতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি। আর ‘জেন-এক্স’-এর সব রকম চাহিদার কথা মাথায় রেখেই নতুন চারটে স্মার্টফোন বাজারে আনল স্যামসাং। গ্যালাক্সি এ৬ (Galaxy A6), গ্যালাক্সি এ৬ প্লাস (Galaxy A6+), গ্যালাক্সি জে৬ (Galaxy J6) এবং গ্যালাক্সি জে৮ (Galaxy J8)। এক নজরে দেখে নিন ফোনগুলির স্পেসিফিকেশন আর দাম।

স্যামসাং

স্পেসিফিকেশন

গ্যালাক্সি এ৬ গ্যালাক্সি এ৬ প্লাস গ্যালাক্সি জে৬ গ্যালাক্সি জে৮

প্রসেসর

Exynos 7 series

Snapdragon 450

Exynos 7 series

Snapdragon 450

ডিসপ্লে

5.6-inch HD+

6-inch Full HD+

5.6-inch HD+

6-inch HD+

রিয়ার ক্যামেরা

16 MP

16 MP + 5 MP

13 MP

16 MP + 5 MP

সেলফি ক্যামেরা

16 MP

24 MP

8 MP

16 MP

মেমরি

4GB RAM+32GB ROM
4GB RAM+64GB ROM

4GB RAM+64GB ROM

3GB RAM+32GB ROM
4GB RAM+64GB ROM

4GB RAM+64GB ROM

ব্যাটারি

3000 mAh

3500 mAh

3000 mAh

3500 mAh

অপারেটিং সিস্টেম

Android Oreo

Android Oreo

Android Oreo

Android Oreo

দাম

২১,৯৯০ টাকা (32GB ROM)
২২,৯৯০ টাকা (64GB ROM)
২৫,৯৯০ টাকা ১৩,৯৯০ টাকা (32GB ROM)
১৬,৯৯০ টাকা (64GB ROM)
১৮,৯৯০ টাকা
 
.