Oppo, Vivo-কে টেক্কা দিতে বাজারে আসছে Samsung Galaxy A71
আসুন জেনে নেওয়া যাক এই ফোনের ফিচারগুলি সম্পর্কে...
নিজস্ব প্রতিবেদন: বাজার চলতি অনান্য স্মার্টফোনকে টেক্কা দিতে শীঘ্রই আসতে চলেছে Samsung Galaxy A71। ইতিমধ্যে লঞ্চ করে গেছে এই ফোন, এখন দেখার বিষয় ভারতে V17 Pro, Reno, Redmi K20 Pro ও OnePlus 7-এর সঙ্গে পাল্লা দিতে কতটা সক্ষম হয় Samsung -এর এই নতুন ভার্সন! আসুন জেনে নেওয়া যাক এই ফোনের ফিচারগুলি সম্পর্কে...
Samsung Galaxy A71-এর স্পেসিফিকেশন আর দাম:
১) ৬.৭ ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে আছে এই ফোনে।
২) Samsung Galaxy A71-এ চলবে Android 10 অপারেটিং সিস্টেম। Snapdragon 730 চিপসেট ব্যবহার করা হয়েছে।
৩) এই ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে ৮ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ।
৪) ছবি তোলার জন্য রয়েছে চারটি ক্যামেরা, এই ফোনে থাকছে ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ১২ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) + ৫ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর) + ৫ মেগাপিক্সেলের (ম্যাক্রো সেন্সর)। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
৫) এই ফোনে থাকছে ৪,৫০০ mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: আকর্ষণীয় লুক আর ফিচারে সামনে এল ফোল্ডেবল স্মার্টফোন samsung Galaxy Z Flip!
৬) এ ছাড়াও থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট। শুধু তাই নয় , শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই ফোনে বিশেষ ফিচার যোগ করেছে Samsung। বিভিন্ন প্রাদেশিক ভাষায় টাইপ করার জন্য এই ফোনে একাধিক কি-বোর্ড থাকছে। এ ছাড়াও এক ট্যাপে স্ক্রিনশট নিয়ে তা শেয়ার করা যাবে।
৭) Samsung Galaxy A71-এর দাম পড়বে ২৯,৯৯৯ টাকা।
৮) তিনটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।