মধ্যবিত্তর পকেট-সই দামে জানুয়ারিতেই লঞ্চ করছে Samsung-এর ‘M’ সিরিজ

Samsung-এর ‘M’ সিরিজের স্মার্টফোনগুলি তৈরি হয়েছে নয়ডায়। এ বার এক নজরে দেখে নেওয়া যাক Galaxy M10 আর Galaxy M20-র ফিচার...

Updated By: Jan 9, 2019, 10:15 AM IST
মধ্যবিত্তর পকেট-সই দামে জানুয়ারিতেই লঞ্চ করছে Samsung-এর ‘M’ সিরিজ

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই ভারতের স্মার্টফোনের বাজারের একটা বড় অংশ নিজেদের দখলে রেখেছিল Samsung। তবে সাম্প্রতিককালে Vivo, Oppo, Xiaomi-র দাপটে মিড রেঞ্জের ফোনের বাজার প্রায় হাতছাড়া হতে বসেছে দক্ষিণ কোরিয়ার নামী এই মোবাইল প্রস্তুতকারক সংস্থার। তাই এ বার ভারতের মিড রেঞ্জের স্মার্টফোনের বাজার ধরতে আসরে নামছে Samsung। চলতি মাসেই মধ্যবিত্তর পকেটসই দামে Samsung লঞ্চ করতে চলেছে তাদের ‘M’ সিরিজের নতুন দুটি স্মার্টফোন, Galaxy M10 আর Galaxy M20। Samsung-এর ‘M’ সিরিজের স্মার্টফোনগুলি তৈরি হয়েছে নয়ডায়। এ বার এক নজরে দেখে নেওয়া যাক Galaxy M10 আর Galaxy M20-র ফিচার...

এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy M10-এর স্পেসিফিকেশন:

১) ৬ ইঞ্চি ফুল এইচডি ইনফিনিটি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৭৬ শতাংশের বেশি।

২) ৩ জিবি RAM আর ১৬ জিবি / ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা microSD কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

৩) Android ৮.১ (Oreo) আর Exynos ৭৮৭০ Octa (১৪ nm) চিপসেট।

৪) ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) এই ফোনে থাকছে ৩,৪০০ mAh-এর ব্যাটারি। আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

আরও পড়ুন:

এ বার দেখে নেওয়া যাক Samsung Galaxy M20-এর স্পেসিফিকেশন:

১) ৬.১৩ ইঞ্চি ফুল এইচডি ইনফিনিটি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮০ শতাংশের বেশি।

২) ৩ জিবি RAM আর ৩২ জিবি / ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা microSD কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

৩) Android ৮.১ (Oreo) আর Exynos ৭৮৭০ Octa (১৪ nm) চিপসেট।

৪) ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আর ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) এই ফোনে থাকছে ৫,০০০ mAh-এর ব্যাটারি। আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

Samsung Galaxy M10 এবং Samsung Galaxy M20 ফোন দুটির দাম:

১) Samsung Galaxy M10 ফোনটির দাম ৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু।

২) Samsung Galaxy M20 ফোনটির দাম ১৫ হাজার টাকা থেকে শুরু।

.