ফাঁস হল Samsung Galaxy M31-এর স্পেসিফিকেশন! রয়েছে ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা

আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে...

Edited By: সুদীপ দে | Updated By: Feb 6, 2020, 02:14 PM IST
ফাঁস হল Samsung Galaxy M31-এর স্পেসিফিকেশন! রয়েছে ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা

নিজস্ব প্রতিবেদন: জল্পনা তুঙ্গে! ফাঁস হয়ে গেল 'Samsung Galaxy M31'-এর স্পেসিফিকেশন। এই ফোনকে ঘিরে একাধিক বার নানা তথ্য সামনে এসেছে। এবার Galaxy M31-এর ক্যামেরা ও ব্যাটারি স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল।

এই ফোনের সংস্থা নিজস্ব ISOCELL GW1 সেন্সর ব্যবহার করতে পারে। ২০২০ সালে Galaxy M31 ছাড়াও এই সিরিজে লঞ্চ হবে Galaxy M11, Galaxy M21 ও Galaxy M41। Samsung Galaxy A70s ও Realme XT-তেও এই একই সেন্সর ব্যবহার হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।

Samsung Galaxy M31-এর স্পেসিফিকেশন:

১) জানা গিয়েছে, ফোনের অপারেটিং সিস্টেম থাকছে Android 10 ।

২) জানা গিয়েছে, Samsung Galaxy M31-তে থাকছে ৬ জিবি RAM।

৩) মনে করা হচ্ছে, এই ফোনে থাকছে একটি Exynos 9611 চিপসেট।

আরও পড়ুন: সামনে এল Hero-র ইলেকট্রিক মোটরসাইকেল; এক চার্জে ছুটবে ১৬০ কিমি!

৪) জানা গিয়েছে, ছবি তোলার জন্য থাকছে ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ১২ মেগাপিক্সেল ( ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) + ৫ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর)।

৫) জানা গিয়েছে, এই ফোনে থাকছে ৬,০০০ mAh-এর ব্যাটারি।

৬) ফোনটির দাম সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

.