গুগলের সঙ্গে মাইক্রোসফটের সহাবস্থান! সৌজন্যে স্যামসং

গুগলের অ্যানড্রয়েডের সঙ্গে এবার মাইক্রোসফট অফিসের সহাবস্থান হতে চলেছে। সৌজন্যে স্যামসং। গুগলের অ্যানড্রয়েড সিস্টেমে চলা স্যামসংয়ের কিছু ট্যাবলেটে এবার থেকে থাকবে প্রিইন্সটলড মাইক্রোসফট অফিস অ্যাপস। স্যামসং গ্যালাক্সি S6 -এ থাকছে মাইক্রোসফটের কিছু অ্যাপস।

Updated By: Mar 24, 2015, 12:00 PM IST
 গুগলের সঙ্গে মাইক্রোসফটের সহাবস্থান! সৌজন্যে স্যামসং

ওয়েব ডেস্ক: গুগলের অ্যানড্রয়েডের সঙ্গে এবার মাইক্রোসফট অফিসের সহাবস্থান হতে চলেছে। সৌজন্যে স্যামসং। গুগলের অ্যানড্রয়েড সিস্টেমে চলা স্যামসংয়ের কিছু ট্যাবলেটে এবার থেকে থাকবে প্রিইন্সটলড মাইক্রোসফট অফিস অ্যাপস। স্যামসং গ্যালাক্সি S6 -এ থাকছে মাইক্রোসফটের কিছু অ্যাপস।

গুগলের ওপরেটিং সিস্টেমের সঙ্গে প্রতিযোগীতায় ক্রমশ পিছিয়ে পড়ছিল মাইক্রোসফট। বিল গেটসের কোম্পানি চেষ্টা করছিল তাদের ক্লাউড-এনাবেলড সফটওয়্যারকে যত বেশি সম্ভব তত বেশি কাস্টমারের হাতে তুলে দিতে। সেই চেষ্টার ফসল স্যামসং দুনিয়ায় ঠাঁই আর অ্যানড্রয়েডের সঙ্গে সহাবস্থান।  

মাইক্রোফট সূত্রে খবর, এই বছরের প্রথমভাবেই স্যামসং তাদের কিছু ট্যাবলেটে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, স্কাইপ এবং কিছু নন টকিং ক্লাউড স্টোরেজ অ্যাপ আগে থেকেই লোড করে রাখবে।

ক্রেতারা বিনামূল্যে এই অ্যাপগুলি ব্যবহার করতে পারবেন। তবে প্রিমিয়াম কিছু ফিচারের জন্য গাঁটের কড়ি খসাতে হবে।

 

 

.