অ্যান্ড্রয়েডের যে ৫টি তথ্য আপনি জানেন না

হাতে হাতে ফোন মানেই এখন স্মার্টফোন। আর স্মার্টফোন মানেই তাতে থাকতে হবে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড ছাড়া স্মার্টফোন ভাবাই যায় না। অপারেটিং সিস্টেমগুলির মধ্যে এখন সবথেকে জনপ্রিয় অ্যান্ড্রয়েড। কিন্তু এই অ্যান্ড্রয়েডের সম্পর্কে কতটা জানেন? জেনে নিন অ্যান্ড্রয়েডের অজানা ৫টি তথ্য।

Updated By: Apr 20, 2016, 07:14 PM IST
অ্যান্ড্রয়েডের যে ৫টি তথ্য আপনি জানেন না

ওয়েব ডেস্ক: হাতে হাতে ফোন মানেই এখন স্মার্টফোন। আর স্মার্টফোন মানেই তাতে থাকতে হবে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড ছাড়া স্মার্টফোন ভাবাই যায় না। অপারেটিং সিস্টেমগুলির মধ্যে এখন সবথেকে জনপ্রিয় অ্যান্ড্রয়েড। কিন্তু এই অ্যান্ড্রয়েডের সম্পর্কে কতটা জানেন? জেনে নিন অ্যান্ড্রয়েডের অজানা ৫টি তথ্য।

Add Zee News as a Preferred Source

১) সারা বিশ্বে যত স্মার্টফোন রয়েছে, তার মধ্যে ৮১ শতাংশ স্মার্টফোনেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে।

২) আমরা অনেকেই মনে করি গুগল আর অ্যান্ড্রয়েড একই কোম্পানি। কিন্তু আসলে তা নয়, গুগল অ্যান্ড্রয়েড তৈরি করেনি।

৩) প্রথম অ্যান্ড্রয়েড প্রোটোটাইপ অনেকটা ব্ল্যাকবেরির মতো দেখতে ছিল।

৪) ২০০৮ সালে প্রথম অ্যান্ড্রয়েড ভার্সন লঞ্চ করেছিল।

৫) এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েডের সব ভার্সনের নামই মিষ্টির নামে রাখা হয়েছে।

.