কোন ইমেল থেকে ব্যবহার করতে পারবেন ইয়াহু মেল অ্যাপ? জেনে নিন

এবার আর নির্দিষ্ট কোনও ইমেল অ্যাড্রেস থেকে নয়, যেকোনও ইমেল ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন ইয়াহু মেল অ্যাপ ( yahoo mail app ) । জিমেল , আউটলুক , AOL ইমেল ব্যবহারকারীরা অনায়াসেই ব্যবহার করতে পারবেন ইয়াহু মেল অ্যাপ । সোমবার এমনই ঘোষণা করে দিল ইয়াহু ।

Updated By: May 1, 2017, 05:09 PM IST
কোন ইমেল থেকে ব্যবহার করতে পারবেন ইয়াহু মেল অ্যাপ? জেনে নিন

ওয়েব ডেস্ক: এবার আর নির্দিষ্ট কোনও ইমেল অ্যাড্রেস থেকে নয়, যেকোনও ইমেল ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন ইয়াহু মেল অ্যাপ ( yahoo mail app ) । জিমেল , আউটলুক , AOL ইমেল ব্যবহারকারীরা অনায়াসেই ব্যবহার করতে পারবেন ইয়াহু মেল অ্যাপ । সোমবার এমনই ঘোষণা করে দিল ইয়াহু ।

ফ্লিপকার্টের অফারে অবিশ্বাস্য কম দামে আইফোন!

এই প্রসঙ্গে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইয়াহু মেল অ্যাপ টিম সবসময় মানুষকে কীভাবে নতুন নতুন ফিচার্স এবং পরিষেবা দিয়ে সাহায্য করার চেষ্টায় থাকে।

ইয়াহু মেল অ্যাপের নতুন নতুন ফিচার্স ব্যবহার করতে হলে আপনার যেকোনও ইমেল অ্যাড্রেস থেকে ইয়াহুতে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবং তারপরই আপনি এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

মাত্র ৩ দিনেই ‘বাহুবলী ২’ কত কোটি টাকার ব্যবসা করল জানেন?

.