রাস্তায় হাঁটতে হাঁটতে ফোনের ব্যবহার করেন?তাহলে এই অ্যাপটা ব্যবহার করুন

বিপদ। ঘুপটি মেরে অপেক্ষা করে আছে মৃত্যুও। কিন্তু সেসব শুনলে তো আর জীবন চলবে না।

Updated By: Jun 21, 2016, 11:24 AM IST
রাস্তায় হাঁটতে হাঁটতে ফোনের ব্যবহার করেন?তাহলে এই অ্যাপটা ব্যবহার করুন

ওয়েব ডেস্ক: বিপদ। ঘুপটি মেরে অপেক্ষা করে আছে মৃত্যুও। কিন্তু সেসব শুনলে তো আর জীবন চলবে না।

হাড় ভাঙা খাটনির বাড়ি ফিরছে অসিত। হঠাত্‍ সেল ফোনে মেসেজ আসার টোন বাজল। অসিত তখন রাস্তা পের হবে বলে সবে ক্রসিংয়ের সামনে এসেছে। এখন ফোনের তাকিয়ে বসের মেসেজের রেপ্লাই দেওয়াটাই বিপদের। কিন্তু উত্তর তো দিতেই হবে। তা নবা হলে লেট রেপ্লাইয়ের জন্য বস শো কজ করতে পারে। খুব জরুরীই হয়তো দরকার। এখন উপায়?

প্রিয়াঙ্কাও দাঁড়িয়ে রয়েছে সেই ক্রসিংয়েই। ফোনের টোনটা শুনেই বুঝতে পেরেছে হোয়াটসঅ্যাপে বার্তা এসেছে। এটাও বুঝতে পেরেছে মা হাসপাতাল থেকে ওটা পাঠিয়েছে। জবাবটাও এখনই দিতে হবে। কিন্তু সে তো মাঝ রাস্তায়। এখন উপায়?

রাস্তায় চলাফেরার সময় কখনই মোবাইলের ব্যবহার করা উচিত নয়। এটাই নিয়ম। কিন্তু যদিও খুব দরকার থাকে তাহলে ব্যবহার করুন  Type N Walk-নামের এক অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে টাইপ করতে করতে আপনি দেখতে স্ক্রিনে দেখতে পাবেন আপনার সামনে দিয়ে কে বা কার বা কোনও গাড়ি আসছে কিনা। মানে আপনি যখন টাইপিং করবেন, তখন আপনার সামনে খুলে যাবে এক স্ক্রিন। য়াতে দেখা যাবে সামনের সব কিছু। ব্যস, টাইপ করতে করতে একটু চোখ খোলা রাখলেই এড়ানো যাবে বিপদ। (দেখুন ছবিতে) 

.