জানেন শনিবার কী কারণে কাজ করা যাচ্ছিল না ফেসবুকে?
ওয়েব ডেস্ক: গতকাল অর্থাত্ শনিবার সন্ধেবেলা হঠাত্ই কাজ করা বন্ধ করে দেয় জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক । ব্যবহারকারীরা যখনই ফেসবুকে লগ ইন করতে যাচ্ছেন, তখনই তাঁদের দেখাচ্ছে, ‘facebook will be back soon’। অর্থাত্, ফেসবুক খুব শীঘ্রই ফেরত আসবে। কিংবা যাঁদের ফেসবুক আগে থেকেই খোলা ছিল, তাঁরা কোনও কাজই করতে পারছিলেন না। হঠাত্ করে ফেসবুক কাজ না করায় ব্যবহারকারীদের মাথায় হাত পড়ে যায়। কিন্তু কী কারণে হঠাত্ সমস্যা দেখা দিল ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে?
শুধু ভারতেই নয়, ইউরোপ, আমেরিকা, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া-সহ সারা বিশ্বেই সমস্যা দেখা দেয় ফেসবুকে। সূত্রের খবর, কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফেসবুকে কিছু কাজ চলার কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল। শুধু ফেসবুকেই নয়, একই সমস্যা ইনস্টাগ্রামেও দেখা দিয়েছিল। পরে তা ঠিক হয়ে যায়।