৮,৯৯০ টাকায় ৩ জিবি RAM, ট্রিপেল রিয়ার ক্যামেরা! বিক্রি শুরু Vivo U10-এর
এক নজরে দেখে নিন Vivo U10-এর স্পেসিফিকেশন আর দাম...
নিজস্ব প্রতিবেদন: বিক্রি শুরু হল Vivo-এর নতুন স্মার্টফোন U10-এর। Amazon ও Vivo-এর ই-স্টোরে বিক্রি শুরু হয়েছে Vivo U10-এর। চলতি সপ্তাহের মঙ্গলবার প্রকাশ্যে এসেছিল Vivo U10। দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং ট্রিপল রিয়ার ক্যামেরা, স্মার্টফোনের বাজারে নিজেদের এগিয়ে রাখতে কোনও প্রচেষ্টাই বাকি রাখেনি Vivo।
ইলেকট্রিক ব্লু ও থান্ডার ব্ল্যাক দুই ধরনের কালার অপশন থাকছে এই স্মার্টফোনে। বাজারে ট্রেন্ডের সঙ্গে খাপ খাইয়ে রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ।
Vivo U10-এর স্পেসিফিকেশন আর দাম:
১) ৬.৩৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটাই বেশি। থাকছে ডিউ ড্রপ নচ। রেজোলিউশন ৭২০x১৫৪৪ পিক্সেল।
২) ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ৩ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে পাওয়া যাবে Vivo U10। থাকছে Qualcomm Snapdragon 665 SoC চিপসেট।
৩) Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে।
আরও পড়ুন: অক্টোবরেই বাজারে আসছে Huawei-এর ফোল্ডেবল স্ক্রিনের ফোন Mate X
৪) ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেনসর।
৫) ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
৬) ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজের দাম ৮,৯৯০ টাকা।
৩ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজের দাম ৯,৯৯০ টাকা।
৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজের দাম ১০,৯৯০ টাকা।
রবিবার থেকে Amazon ও Vivo-এর অফিশিয়াল সাইট থেকে কেনা যাবে Vivo U10।