৪৮ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা, ডুয়াল সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল Vivo V19!

এ বার Vivo V19-এর গ্লোবাল ভেরিয়েন্টের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক...

Edited By: সুদীপ দে | Updated By: Apr 7, 2020, 01:08 PM IST
৪৮ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা, ডুয়াল সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল Vivo V19!

নিজস্ব প্রতিবেদন: লঞ্চ হল Vivo V19-এর গ্লোবাল ভেরিয়েন্ট। ২৬ মার্চ ভারতে এই ফোন লঞ্চের কথা থাকলেও পরে লকডাউনের জেরে তা পিছিয়ে দেওয়া হয়। ভারতে এই ফোন কবে লঞ্চ হবে বা এ দেশে এই ফোনের স্পেসিফিকেশন কী হবে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি বেজিংয়ের এই সংস্থা। জানা গিয়েছে, করোনা-পরিস্থিতির উন্নতি হলে এ সম্পর্কে আরও তথ্য জানা যাবে। আসুন এ বার Vivo V19-এর গ্লোবাল ভেরিয়েন্টের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক...

Vivo V19-এর স্পেসিফিকেশন আর দাম:

১) এই ফোনে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকছে।

২) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

৩) এই ফোনে ডিসপ্লের নিচে থাকছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

৪) এই ফোনের পিছনে এলইডি ফ্ল্যাস-সহ চারটি ক্যামেরা থাকছে। ৪৮ মেগাপিক্সলের ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সল ডেপথ ক্যামেরা থাকছে। আর ডুয়াল সেলফি ক্যামেরায় থাকছে ৩২ মেগাপিক্সল ক্যামেরা ও ৮ মেগাপিক্সল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

আরও পড়ুন: 4G কানেক্টিভিটির স্মার্টওয়াচ নিয়ে এল Xiaomi; ভিডিয়ো কলের জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা!

৫) ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট। এই ফোন দু রকম ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে। ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ আর থাকছে ৮ জিবি RAM।

৬) এই ফোনে ৪,৫০০ mAh ব্যাটারি থাকছে। এছাড়াও থাকছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট। দুটি রঙে পাওয়া যাবে এই ফোন। কালো ও রূপালি।

৭) এই ফোনের দাম সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি সংস্থার থেকে। 

.