ভুল করে ফাঁস হল WhatsApp-এর নতুন ফিচার

বর্তমানে গ্রুপ চ্যাটে কাউকে ব্যক্তিগত মেসেজ করতে গেলে চ্যাট ছেড়ে বেরিয়ে যেতে হয়। এর ফলে কথপোকথনের ধারাবাহিকতা বুঝতে সমস্যা হয় বহু ক্ষেত্রে। সেই সমস্যার সমাধানে এবার 'রিপ্লাই প্রাইভেটলি' ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি।

Updated By: Dec 30, 2017, 01:28 PM IST
ভুল করে ফাঁস হল WhatsApp-এর নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদন: নির্মাতাদের ভুলে ফাঁস হয়ে গেল হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। 'রিপ্লাই প্রাইভেটলি' ফিচার ব্যবহার করে গ্রুপ চ্যাটের মধ্যেই ব্যাক্তিগত মেসেজে কথা বলা যাবে যে কোনও গ্রুপ সদস্যে সঙ্গে। বেশ কয়েকদিন ধরেই এই ফিচারের পরীক্ষা চালাচ্ছিল হোয়াটসঅ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপের আপডেটে প্রকাশিত হয় ফিচারটি। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তা সরিয়ে নেন নির্মাতা। 

বর্তমানে গ্রুপ চ্যাটে কাউকে ব্যক্তিগত মেসেজ করতে গেলে চ্যাট ছেড়ে বেরিয়ে যেতে হয়। এর ফলে কথপোকথনের ধারাবাহিকতা বুঝতে সমস্যা হয় বহু ক্ষেত্রে। সেই সমস্যার সমাধানে এবার 'রিপ্লাই প্রাইভেটলি' ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। এতে গ্রুপ চ্যাট থেকে না বেরিয়েই যে কোনও সদস্যের সঙ্গে ব্যক্তিগত আলাপ সারা যাবে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র গ্রুপের অ্যাডমিনরা। 

আরও পড়ুন - ওজন কমানোর ওষুধ অর্ডার করে প্রতারিত খোদ উপ-রাষ্ট্রপতি

 

এছাড়া আরও একগুচ্ছ ফিচারের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে রয়েছে 'ট্যাপ টু আনব্লক'। এই ফিচারে ব্লক করা কোনও কনট্যাক্ট কিছুক্ষণ ট্যাপ করে থাকলে আনব্লক অপশন দেখা যাবে। সেখান থেকে ওই ব্যক্তিকে আনব্লক করে চালানো যাবে কথপোকথন। 

.